৯ মাস পর কারামুক্ত ইমরানের স্ত্রী বুশরা বিবি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি প্রায় ৯ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন। তোশাখানা মামলায় জামিন পাওয়ার একদিন পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আদিয়ালা কারাগার থেকে মুক্তি পান তিনি।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান বলেন, মুক্তি পাওয়ার পর বুশরা বিবি তার ইসলামাবাদের বাসভবনে যাচ্ছেন।
সরকারি নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রীয় উপহার রাখা ও বিক্রির একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বুশরা বিবি ও ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
পাকিস্তানের আদালত রায় দিয়েছে, এই দম্পতি অবৈধভাবে তোশাখানা বা ট্রেজার হাউস নামে পরিচিত একটি রাষ্ট্রীয় কোষাগার থেকে ইমরান খানের প্রধানমন্ত্রীত্বের সময় প্রাপ্ত ১৪০ মিলিয়ন রুপিরও বেশি মূল্যের উপহার বিক্রি করেছিলেন।
যদিও খান পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ৭২ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেট তারকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর কয়েক ডজন মামলা দেওয়া হয়।
এরপর থেকে ইমরান খান দেশটির প্রভাবশালী সামরিক জেনারেলদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, যাদের তিনি বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সমর্থক বলে দাবি করেন। নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সরকার বলছে, তারা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না।
২৪ কোটি ১০ লাখ মানুষের দেশটিতে বর্তমান অচলাবস্থা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার জন্ম দিয়েছে। ইমরান খান পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়, তার দলের প্রার্থীরা ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে সর্বাধিক আসন জিতেছিল। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে তাকে অপসারণের পর থেকে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে।
২০২৩ সালের মে মাসে প্রাথমিক গ্রেপ্তারের পর থেকে সহিংসতায় উস্কানিসহ দেড় শতাধিক আইনি মামলায় জড়িয়ে পড়েছেন সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রী। ২০২৩ সালের আগস্টে দুর্নীতির মামলায় কারাবরণ করেন।
তথ্যসূত্র: ডন, আল জাজিরা
T.A.S / T.A.S
১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান
ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!
গাজার ধ্বংসস্তূপ থেকে এক দিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার
ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭
পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭
সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন
ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান
মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়
২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা