ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

খাওয়ার স্যালাইনের উদ্ভাবক রিচার্ড ক্যাশ মারা গেছেন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ১২:১৩

বিশ্বখ্যাত জনস্বাস্থ্য গবেষক ও খাওয়ার স্যালাইনের উদ্ভাবক এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু রিচার্ড অ্যালান ক্যাশ (৮৩) আর নেই। মঙ্গলবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের এ অধ্যাপক বাংলাদেশের জনস্বাস্থ্য ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রেখেছেন।

এ ছাড়া রিচার্ড ক্যাশ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে জনমত গঠন ও অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের স্বীকৃতি আদায়েও সহায়তা করেন। তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 'ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার' সম্মাননায় ভূষিত করে।

রিচার্ড ক্যাশের জন্য বাংলাদেশ ছিল কেবল গবেষণার স্থান নয়; বরং এটি তার দ্বিতীয় বাড়ি। ৭০-এর দশকে, তিনি ঢাকার আইসিডিডিআরবিতে অন্যান্য গবেষকদের সঙ্গে ডায়রিয়া প্রতিরোধে খাওয়ার স্যালাইনের কার্যকর ফর্মুলা তৈরির কাজ করেন। তার এ উদ্ভাবন, যা ডায়রিয়া আক্রান্ত লাখো মানুষের জীবন বাঁচাতে সহায়ক হয়েছে, বিশ্বের জনস্বাস্থ্য খাতে এক যুগান্তকারী ভূমিকা পালন করছে। বাংলাদেশে ডায়রিয়ার বিরুদ্ধে যুদ্ধের অগ্রযাত্রায় একটি যুগান্তকারী উদ্ভাবন হিসেবে খাওয়ার স্যালাইন (ORS) আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তার মৃত্যুর পর, ব্র্যাক এক বিবৃতিতে রিচার্ড ক্যাশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি জনস্বাস্থ্য উন্নয়নে একজন নিবেদিতপ্রাণ ও পথপ্রদর্শক ছিলেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তার নিরলস প্রচেষ্টা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নতুন সম্ভাবনায় উৎসাহিত করবে।

ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ বলেন, তার এ অবদান, যা সারা বিশ্বের লাখ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

সারা বিশ্বের জনস্বাস্থ্য শিক্ষার্থীদের জন্য রিচার্ড ক্যাশ একজন আদর্শ হিসেবে থাকবেন। ২০০৬ সালে প্রিন্স মাহিদল পুরস্কারে ভূষিত এ মহামানব জনস্বাস্থ্য উন্নয়নে তার জীবন উৎসর্গ করেছিলেন এবং তার পদচারণা আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

T.A.S / T.A.S

১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান

ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!

গাজার ধ্বংসস্তূপ থেকে এক দিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার

ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭

পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭

সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন

ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান

মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়

২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি