ইসরায়েলি হামলায় ইরানে ৪ সেনা নিহত, রাডার ক্ষতিগ্রস্ত
ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় চার সেনা নিহত হয়েছেন। এছাড়া কিছু রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের দাবি, ইরান ও তার মিত্রদের মাসের পর মাস ধরে চলা আক্রমণের জবাবে এই পদক্ষেপ নিয়েছে তারা।ইরানের প্রতিরক্ষা সদরদপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, ইলাম, খুজেস্তান এবং তেহরান প্রদেশে অবস্থিত ঘাঁটিগুলোতে হামলা হলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কারণে হামলাগুলোর প্রভাব সীমিত ছিল এবং কেবল কিছু রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, এ ঘটনায় তাদের চারজন সেনা প্রাণ হারিয়েছেন।
তেহরানে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, ইসরায়েলের এই হামলা ইরানের উত্তরে, পূর্বে এবং দক্ষিণে বিস্তৃত স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হলেও মূল আক্রমণের কেন্দ্র ছিল তেহরানে। ইরানের আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ড্রোনগুলো ছিল হামলার মূল নিশানা।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএও) জানিয়েছে, দেশজুড়ে বিমান চলাচল আবার স্বাভাবিক হয়েছে এবং কোনো বিমানবন্দর আক্রান্ত হয়নি।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান এবং এ অঞ্চলে তার মিত্ররা গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। ইসরায়েলের এর প্রতিক্রিয়া জানানোর অধিকার ও কর্তব্য রয়েছে।এদিকে, ইরানের সীমান্ত রক্ষায় ‘কোনো সীমা নেই’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দেখিয়েছি, নিজেদের রক্ষা করার ক্ষেত্রে আমাদের সংকল্পে কোনো সীমাবদ্ধতা নেই।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের মাটিতে হামলার পর ইরানের আত্মরক্ষার অধিকার ও বাধ্যবাধকতা রয়েছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম / এমএসএম
১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান
ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!
গাজার ধ্বংসস্তূপ থেকে এক দিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার
ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭
পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭
সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন
ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান
মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়
২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা