প্রথমবার জুটি বাঁধলেন ইমন ও মাহি
বিশাল আয়োজনে নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ। ওটিটি প্লাটফর্মের জন্য এটি হতে যাচ্ছে দেশের দীর্ঘতম এক সিরিজ, যেখানে প্রতি পর্বেই থাকছে চমক। বড় পর্দার হিট নির্মাতা শাহীন সুমন পরিচালিত এই সিরিজের নাম ‘মাফিয়া’।
আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এ সিরিজে জুটি বেঁধেছেন ঢালিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইমন ও মাহিয়া মাহি। এর আগে বিভিন্ন শো করলেও একসঙ্গে ক্যামেরার সামনে জুটি বাঁধতে দেখা যায়নি তাদেরকে। ‘মাফিয়া’র মধ্য দিয়ে এবারই প্রথম জুটি বেঁধেছেন তারা।
গেল কয়েকদিন ধরে ঢাকার অদূরে মানিকগঞ্জ ফিল্ম ভ্যালিতে এর শুটিং হচ্ছে, চলবে আরও কয়েকদিন।
চিত্রনায়ক ইমন বলেন, ‘মাহির সঙ্গে এর আগে বিভিন্ন শো করেছি কিন্তু পর্দায় কাজ করা হয়নি কিংবা জুটি হয়নি। সেদিক থেকে এবারই প্রথম জুটি বেঁধে কাজ করছি। সিরিজটার গল্প দারুণ। নির্মাতা থেকে শুরু করে সহশিল্পী সবাই গুণী মানুষ এখানে। এত সুন্দর গল্প আর লোকেশনে কাজ করছি, সত্যি অসাধারণ। সবকিছু মিলে দারুণ অভিজ্ঞতা বলা যায়। দর্শকরা নতুন কিছু দেখতে পাবে এখানে।’
মাহিয়া মাহি বলেছেন, ‘শাহীন সুমনের পরিচালনার মধ্য দিয়েই আমার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছিল। এবার তার পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছি। এটা আমার জন্য অনেক আনন্দের। গল্প আর চরিত্র সব মিলিয়ে দারুণ।’
দীর্ঘ এ সিরিজটিতে আরও অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ।
শাহীন সুমনের গল্পে সিরিজের চিত্রনাট্য সাজিয়েছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়ার ব্যানারে সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। নির্মাণের পর সিরিজটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এবং অ্যাপে।
প্রীতি / প্রীতি
কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি : ঋতুপর্ণা
কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড
এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস