ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

প্রথমবার জুটি বাঁধলেন ইমন ও মাহি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৩:২৯

বিশাল আয়োজনে নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ। ওটিটি প্লাটফর্মের জন্য এটি হতে যাচ্ছে দেশের দীর্ঘতম এক সিরিজ, যেখানে প্রতি পর্বেই থাকছে চমক। বড় পর্দার হিট নির্মাতা শাহীন সুমন পরিচালিত এই সিরিজের নাম ‘মাফিয়া’।

আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এ সিরিজে জুটি বেঁধেছেন ঢালিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইমন ও মাহিয়া মাহি। এর আগে বিভিন্ন শো করলেও একসঙ্গে ক্যামেরার সামনে জুটি বাঁধতে দেখা যায়নি তাদেরকে। ‘মাফিয়া’র মধ্য দিয়ে এবারই প্রথম জুটি বেঁধেছেন তারা।

গেল কয়েকদিন ধরে ঢাকার অদূরে মানিকগঞ্জ ফিল্ম ভ্যালিতে এর শুটিং হচ্ছে, চলবে আরও কয়েকদিন।

চিত্রনায়ক ইমন বলেন, ‘মাহির সঙ্গে এর আগে বিভিন্ন শো করেছি কিন্তু পর্দায় কাজ করা হয়নি কিংবা জুটি হয়নি। সেদিক থেকে এবারই প্রথম জুটি বেঁধে কাজ করছি। সিরিজটার গল্প দারুণ। নির্মাতা থেকে শুরু করে সহশিল্পী সবাই গুণী মানুষ এখানে। এত সুন্দর গল্প আর লোকেশনে কাজ করছি, সত্যি অসাধারণ। সবকিছু মিলে দারুণ অভিজ্ঞতা বলা যায়। দর্শকরা নতুন কিছু দেখতে পাবে এখানে।’

মাহিয়া মাহি বলেছেন, ‘শাহীন সুমনের পরিচালনার মধ্য দিয়েই আমার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছিল। এবার তার পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছি। এটা আমার জন্য অনেক আনন্দের। গল্প আর চরিত্র সব মিলিয়ে দারুণ।’

দীর্ঘ এ সিরিজটিতে আরও অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ।

শাহীন সুমনের গল্পে সিরিজের চিত্রনাট্য সাজিয়েছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়ার ব্যানারে সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। নির্মাণের পর সিরিজটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এবং অ্যাপে।

প্রীতি / প্রীতি

৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট : স্বস্তিকা

যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না : ববি

গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত

‘সালমান খান এতটা নোংরা, আগে বুঝিনি’

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি, তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

মুখের ওপর শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়