ঢাকা বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৪ লাখ ৪৪ হাজার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৫-২০২১ দুপুর ১:৫১

করোনা মহামারির থাবায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। ভয়াবহভাবে বেড়েই চলেছে ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৩ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৪৭ হাজার।

এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ কোটি ৫৮ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা।

শুক্রবার (২১ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ৯১৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৪৪ হাজার ৩০৩ জনে।
এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬০০ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৮ লাখ ৩৫ হাজার ২৯৭ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ১৮১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২ হাজার ৬১৬ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ৫৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৩৯১ জনের।


অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬৭৪ জন এবং মারা গেছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৫ লাখ ৬৮ হাজার ৫৫১ জন, রাশিয়ায় ৪৯ লাখ ৭৪ হাজার ৯০৮ জন, যুক্তরাজ্যে ৪৪ লাখ ৫৫ হাজার ২২১ জন, ইতালিতে ৪১ লাখ ৭৮ হাজার ২৬১ জন, তুরস্কে ৫১ লাখ ৬০ হাজার ৪২৩ জন, স্পেনে ৩৬ লাখ ৩১ হাজার ৬৬১ জন, জার্মানিতে ৩৬ লাখ ৩৮ হাজার ৫০৪ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ৮৭ হাজার ৫১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৮ হাজার ৩১৪ জন, রাশিয়ায় এক লাখ ১৭ হাজার ৩৬১ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৭০১ জন, ইতালিতে এক লাখ ২৪ হাজার ৮১০ জন, তুরস্কে ৪৫ হাজার ৬২৬ জন, স্পেনে ৭৯ হাজার ৬০১ জন, জার্মানিতে ৮৭ হাজার ৬৩৯ জন এবং মেক্সিকোতে ২ লাখ ২০ হাজার ৮৫০ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

রিয়াদ / রিয়াদ

পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল: এইচআরডব্লিউ

রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া, সকালে স্বাভাবিক নীলক্ষেত এলাকা

অভিবাসী ফেরত না নেওয়ায় কলম্বিয়ার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের

গাজায় ধ্বংসস্তূপে মিলছে একের পর এক লাশ, নিহত ছাড়াল ৪৭ হাজার ৩০০

সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে চুপিসারে বিদায় নিলেন ডোনাল্ড লু

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, ১৩ শান্তিরক্ষী নিহত

যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা বন্ধ, পাবে শুধু দুই দেশ

হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান

নেতানিয়াহুর পদত্যাগ চান ৬০ শতাংশেরও বেশি ইসরায়েলি

ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ আরও যা হবে

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে নতুন কিছু নেই, বলছে রাশিয়া