তৃতীয় স্বামীর সঙ্গে প্রথম ছবি প্রকাশ করলেন গায়িকা ন্যান্সি
দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার একমাসের মাথাতেই জানা যায় ন্যান্সি আবারও বিয়ে করছেন। গণমাধ্যমে নিজেই জানান তার তৃতীয় বিয়ের বিষয়টি। কিন্তু পাত্র কে হচ্ছেন এটা নিয়ে নাটকীয় করেন বেশ। রাখেন রহস্যও। অবশেষে পাত্রের পরিচয় পাওয়া যায়। এরপর পাত্রের সাথে ছবি প্রকাশ করে ইমোজি দিয়ে ঢেকে দেয়া হয় উভয়ে মুখ।
ন্যান্সির এই বরের নাম মোহসিন মেহেদী। একজন গীতিকবি তিনি। অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন।
সোমবার তৃতীয় স্বামীর সাথে ছবি যুগল ছবি পোস্ট করেছেন ন্যান্সি। ক্যাপশনে লিখেন গানের কয়েকটি লাইন। ন্যান্সি লিখেন, আমি হাজার কথার মালা গেঁথে / চেয়ে আছি শুধু তোমারই পথে/ জানি আমার কাছেই তুমি/ এখনই আসছো/ তুমি তো এখন আমারই কথা ভাবছো।
এদিকে ন্যান্সি বলেন, আমরা আংটি বদল করেছি। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারব। কিন্তু করোনার কারণে মনে হয় না অনুষ্ঠান করতে পারব। এখন প্ল্যান হচ্ছে একদিন হুট করেই হয়তো বিয়ে করে ফেলব।
মোহসিন মেহেদী সাথে বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে হচ্ছে বলে জানান ন্যান্সি। তাদের বিয়ের মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন।
জামান / জামান
অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!
‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া