ন্যান্সির হিন্দি গানের মডেল দীঘি
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই গায়িকা সম্প্রতি একটি হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। এতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়ক প্রেম। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ।
এই গানটি নিয়ে নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও। সেটি পরিচালনা করেছেন ইমান মনোয়ার। সেখানে মডেল হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।
চিত্রনায়িকা দীঘি জানান, ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হবে। নায়িকা বলেন, ‘এটি শুধু মিউজিক ভিডিও নয়। আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। ভারতের এতো বড় একটি প্রতিষ্ঠান থেকে গানটি রিলিজ হতে চলেছে, এটা আমার জন্য দারুণ আনন্দের।’
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল দীঘির। এখানে তিনি চূড়ান্ত সফল। শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে তিন বার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাঝে কয়েক বছরের বিরতি দিয়ে চলতি বছরে প্রাপ্ত বয়স্ক নায়িকা হিসেবে অভিষেক করেন দীঘি। ইতোমধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামে দুটি ছবি।
কিন্তু শিশুশিল্পী হিসেবে যতটা নিজেকে মেলে ধরে ছিলেন তারকা দম্পতি সুব্রত ও দোয়েলের একমাত্র সন্তান দীঘি, নায়িকা হিসেবে সেই লাইমলাইটে এখনো আসতে পারেননি তিনি। তার মুক্তিপ্রাপ্ত দুটি ছবিই বক্স অফিসে ফ্লপ। নজর কাড়তে ব্যর্থ দীঘির অভিনয়ও।
প্রীতি / প্রীতি
কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি : ঋতুপর্ণা
কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড
এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস