ন্যান্সির হিন্দি গানের মডেল দীঘি
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই গায়িকা সম্প্রতি একটি হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। এতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়ক প্রেম। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ।
এই গানটি নিয়ে নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও। সেটি পরিচালনা করেছেন ইমান মনোয়ার। সেখানে মডেল হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।
চিত্রনায়িকা দীঘি জানান, ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হবে। নায়িকা বলেন, ‘এটি শুধু মিউজিক ভিডিও নয়। আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। ভারতের এতো বড় একটি প্রতিষ্ঠান থেকে গানটি রিলিজ হতে চলেছে, এটা আমার জন্য দারুণ আনন্দের।’
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল দীঘির। এখানে তিনি চূড়ান্ত সফল। শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে তিন বার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাঝে কয়েক বছরের বিরতি দিয়ে চলতি বছরে প্রাপ্ত বয়স্ক নায়িকা হিসেবে অভিষেক করেন দীঘি। ইতোমধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামে দুটি ছবি।
কিন্তু শিশুশিল্পী হিসেবে যতটা নিজেকে মেলে ধরে ছিলেন তারকা দম্পতি সুব্রত ও দোয়েলের একমাত্র সন্তান দীঘি, নায়িকা হিসেবে সেই লাইমলাইটে এখনো আসতে পারেননি তিনি। তার মুক্তিপ্রাপ্ত দুটি ছবিই বক্স অফিসে ফ্লপ। নজর কাড়তে ব্যর্থ দীঘির অভিনয়ও।
প্রীতি / প্রীতি
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’
অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!
‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’