বলিউডে তিন যুগ, আজও ভাড়া বাড়িতে থাকেন অনুপম

তিন যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত প্রতাপের সঙ্গে বলিউডে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা অনুপম খের। ক্যারিয়ারে তাকে দেখা গেছে পাঁচ শতাধিক ছবি। তার ঝুলিতে রয়েছে পদ্মশ্রী ও ফিল্মফেয়ারসহ বহু সম্মাননা। অস্কার বিজয়ী অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে অভিনয় করেছেন হলিউড ছবিতেও।
সেই অনুপম খের নাকি মুম্বাইয়ে আজও ভাড়া বাড়িতে থাকেন! সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মুখেই সে কথা জানালেন অনুপম স্বয়ং। তবে জীবনে মাত্র একটি বাড়িই কিনেছেন, তাও মুম্বাইয়ে নয়, সুদূর সিমলায়। কার জন্য জানেন? সে কথাও ফাঁস করলেন এই জনপ্রিয় বলিউড অভিনেতা।
অনুপম জানান, বর্তমানে যে ফ্ল্যাটে থাকেন তা ভাড়ায় নিয়েছেন তিনি। পাঁচ বছর আগেই একপ্রকার পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে, মুম্বাইযে কোনো বাড়ি কিনবেন না তিনি। অভিনেতার কথাতেই জানা যায়, একমাত্র একটি বাড়িই তিনি কিনেছেন তার জীবনে। সিমলার সেই বাড়ি তিনি কিনেছেন তার মা দুলারী খের-এর জন্য।
আসলে অনুপম খেরের মা বহু বছর ধরে হিমাচলের বাসিন্দা। সিমলায় ভাড়া নেওয়া বাড়িতেই থাকছিলেন তিনি। তাই নিজের একটি বাড়ির স্বপ্ন তার বহু দিনের। বহু বছর ধরেই অনুপমের ইচ্ছে ছিল মায়ের জন্য দারুণ কোনো উপহারের ব্যবস্থা করা।
যেমন ভাবা তেমন কাজ। কয়েক বছর আগে সিমলার সোগি অঞ্চলে নয়টি কামরাযুক্ত একটি বেশ বড়সড় বাড়ি পছন্দ হয়েছিল এই জনপ্রিয় অভিনেতার। সরাসরি বাড়ির মালিককে জিজ্ঞেস করেছিলেন যে, তিনি ওই বাড়ি বিক্রি করতে ইচ্ছুক কি না। জবাবে ‘হ্যাঁ’ শুনতেই দ্বিরুক্তি না করে বাড়িটি তিনি কিনে নেন।
প্রীতি / প্রীতি

৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট : স্বস্তিকা

যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না : ববি

গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত

‘সালমান খান এতটা নোংরা, আগে বুঝিনি’

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি, তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

মুখের ওপর শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’
