বলিউডে তিন যুগ, আজও ভাড়া বাড়িতে থাকেন অনুপম
তিন যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত প্রতাপের সঙ্গে বলিউডে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা অনুপম খের। ক্যারিয়ারে তাকে দেখা গেছে পাঁচ শতাধিক ছবি। তার ঝুলিতে রয়েছে পদ্মশ্রী ও ফিল্মফেয়ারসহ বহু সম্মাননা। অস্কার বিজয়ী অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে অভিনয় করেছেন হলিউড ছবিতেও।
সেই অনুপম খের নাকি মুম্বাইয়ে আজও ভাড়া বাড়িতে থাকেন! সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মুখেই সে কথা জানালেন অনুপম স্বয়ং। তবে জীবনে মাত্র একটি বাড়িই কিনেছেন, তাও মুম্বাইয়ে নয়, সুদূর সিমলায়। কার জন্য জানেন? সে কথাও ফাঁস করলেন এই জনপ্রিয় বলিউড অভিনেতা।
অনুপম জানান, বর্তমানে যে ফ্ল্যাটে থাকেন তা ভাড়ায় নিয়েছেন তিনি। পাঁচ বছর আগেই একপ্রকার পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে, মুম্বাইযে কোনো বাড়ি কিনবেন না তিনি। অভিনেতার কথাতেই জানা যায়, একমাত্র একটি বাড়িই তিনি কিনেছেন তার জীবনে। সিমলার সেই বাড়ি তিনি কিনেছেন তার মা দুলারী খের-এর জন্য।
আসলে অনুপম খেরের মা বহু বছর ধরে হিমাচলের বাসিন্দা। সিমলায় ভাড়া নেওয়া বাড়িতেই থাকছিলেন তিনি। তাই নিজের একটি বাড়ির স্বপ্ন তার বহু দিনের। বহু বছর ধরেই অনুপমের ইচ্ছে ছিল মায়ের জন্য দারুণ কোনো উপহারের ব্যবস্থা করা।
যেমন ভাবা তেমন কাজ। কয়েক বছর আগে সিমলার সোগি অঞ্চলে নয়টি কামরাযুক্ত একটি বেশ বড়সড় বাড়ি পছন্দ হয়েছিল এই জনপ্রিয় অভিনেতার। সরাসরি বাড়ির মালিককে জিজ্ঞেস করেছিলেন যে, তিনি ওই বাড়ি বিক্রি করতে ইচ্ছুক কি না। জবাবে ‘হ্যাঁ’ শুনতেই দ্বিরুক্তি না করে বাড়িটি তিনি কিনে নেন।
প্রীতি / প্রীতি
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’
অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!
‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’