বলিউডে তিন যুগ, আজও ভাড়া বাড়িতে থাকেন অনুপম
তিন যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত প্রতাপের সঙ্গে বলিউডে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা অনুপম খের। ক্যারিয়ারে তাকে দেখা গেছে পাঁচ শতাধিক ছবি। তার ঝুলিতে রয়েছে পদ্মশ্রী ও ফিল্মফেয়ারসহ বহু সম্মাননা। অস্কার বিজয়ী অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে অভিনয় করেছেন হলিউড ছবিতেও।
সেই অনুপম খের নাকি মুম্বাইয়ে আজও ভাড়া বাড়িতে থাকেন! সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মুখেই সে কথা জানালেন অনুপম স্বয়ং। তবে জীবনে মাত্র একটি বাড়িই কিনেছেন, তাও মুম্বাইয়ে নয়, সুদূর সিমলায়। কার জন্য জানেন? সে কথাও ফাঁস করলেন এই জনপ্রিয় বলিউড অভিনেতা।
অনুপম জানান, বর্তমানে যে ফ্ল্যাটে থাকেন তা ভাড়ায় নিয়েছেন তিনি। পাঁচ বছর আগেই একপ্রকার পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে, মুম্বাইযে কোনো বাড়ি কিনবেন না তিনি। অভিনেতার কথাতেই জানা যায়, একমাত্র একটি বাড়িই তিনি কিনেছেন তার জীবনে। সিমলার সেই বাড়ি তিনি কিনেছেন তার মা দুলারী খের-এর জন্য।
আসলে অনুপম খেরের মা বহু বছর ধরে হিমাচলের বাসিন্দা। সিমলায় ভাড়া নেওয়া বাড়িতেই থাকছিলেন তিনি। তাই নিজের একটি বাড়ির স্বপ্ন তার বহু দিনের। বহু বছর ধরেই অনুপমের ইচ্ছে ছিল মায়ের জন্য দারুণ কোনো উপহারের ব্যবস্থা করা।
যেমন ভাবা তেমন কাজ। কয়েক বছর আগে সিমলার সোগি অঞ্চলে নয়টি কামরাযুক্ত একটি বেশ বড়সড় বাড়ি পছন্দ হয়েছিল এই জনপ্রিয় অভিনেতার। সরাসরি বাড়ির মালিককে জিজ্ঞেস করেছিলেন যে, তিনি ওই বাড়ি বিক্রি করতে ইচ্ছুক কি না। জবাবে ‘হ্যাঁ’ শুনতেই দ্বিরুক্তি না করে বাড়িটি তিনি কিনে নেন।
প্রীতি / প্রীতি
কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি : ঋতুপর্ণা
কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড
এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস