ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ইউক্রেন যুদ্ধের লাগাম টানতে পারেন ট্রাম্প, কী হবে গাজার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ১২:৯

হোয়াইট হাউসে বসার ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছেন, তা শুধু নিজ দেশের সাধারণ মানুষকে নয়, বিশ্ববাসীকেও বেশ আকৃষ্ট করেছে। কারণ একের পর এক যুদ্ধ দেখে যেন সবাই ক্লান্ত হয়ে পড়েছেন।

ট্রাম্প তার বিজয় ভাষণেও বলেছেন, ‘আমি যুদ্ধ শুরু করব না, যুদ্ধ থামাব।’ তবে ট্রাম্প নিজে কীভাবে ‘একদিনে’ ইউক্রেন যুদ্ধ শেষ করবেন, সে ব্যাখ্যা অবশ্য কখনো দেননি। বিশ্লেষকরা অবশ্য মনে করছেন, ট্রাম্প যেহেতু চান ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক, সে ক্ষেত্রে তিনি ইউক্রেনকে সব ধরনের সহায়তা বন্ধ করে দিতে পারেন। এ সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিশ্লেষকদের লেখায় এমন ইঙ্গিত পাওয়া গেছে।

এভাবে ইউক্রেনকে চাপে ফেলে যুদ্ধের সমাপ্তি টানার হয়তো একটা পরিকল্পনা তার আছে। কিন্তু এ পরিকল্পনা কতটা বাস্তবসম্মত, তা সময়ই বলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেইসঙ্গে তিনি যেহেতু যুদ্ধ থামাতে চান, সে ক্ষেত্রে গাজায় এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতা বন্ধের বিষয়টিও সামনে আসে। ইসরায়েলের অন্ধ সমর্থক ট্রাম্প গাজা যুদ্ধ থামাতে পারবেন—এটা বিশ্বাস করার মতো মানুষ অনেক কম। তার পরও তার কথার ওপর আস্থা রাখতে চাচ্ছেন বিশ্ববাসী।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় চলমান হামলায় এ পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেখানে মানুষ অনাহারে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। সম্প্রতি লেবাননেও হামলা শুরু করে ইসরায়েল। তাই শুধু যুদ্ধ ইউক্রেনে বন্ধ করলেই হবে না, যুদ্ধ বন্ধ করতে হবে গাজাতেও। এ বিষয়ে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় বিশ্ববাসী। তবে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনের শিরোনাম হচ্ছে, ‘ট্রাম্পের জয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জয়।’ আর এটা যদি শেষ পর্যন্ত নেতানিয়াহুরই জয় হয়, তাহলে গাজায় যুদ্ধ বন্ধ নিকট ভবিষ্যতে সম্ভব কি না, সেটাও একটা প্রশ্ন।

T.A.S / T.A.S

১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান

ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!

গাজার ধ্বংসস্তূপ থেকে এক দিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার

ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭

পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭

সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন

ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান

মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়

২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি