লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩ হাজার ১০৩ জন

লেবাননে হামলা চালিয়ে তিন হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ১০৩ জন নিহত এবং ১৩ হাজার ৮৫৬ জন আহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে ইসরায়েলে রকেট এবং ড্রোন হামলা করে আসছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে চলতি বছরের সেপ্টেম্বরে এর জবাব হিসেবে ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে তাদের হামলা শুরু করে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৩ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৬১ জন।
আরেকটি বিবৃতিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল জানিয়েছে, লেবাননের সিডন শহরের উপকণ্ঠে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ ইউনিফিল শান্তিরক্ষী আহত হয়েছেন। নতুন মোতায়েন হওয়া শান্তিরক্ষীদের কাছাকাছি এই ড্রোন হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে লেবানিজ রেডক্রসের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তারা তাদের বিবৃতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। শান্তিরক্ষী এবং বেসামরিক নাগরিকদের জীবনের ঝুঁকি তৈরি না করে আলোচনার মাধ্যমে বিরোধগুলোর সমাধান করা উচিত বলে বিবৃতি জানানো হয়।
এদিকে লেবাননের শতাধিক এমপি লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষায় জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
লেবাননে চলমান ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া চলমান ইসয়েলি আগ্রাসনে লেবানিজ স্থাপনাগুলো হুমকির মুখে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
T.A.S / T.A.S

ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল : হোয়াইট হাউস

নেপালে অরাজকতা, দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি

ইসরায়েলের হামলায় কাতারের কূটনীতি প্রতিহত হবে না : কাতারি প্রধানমন্ত্রী

কাতারে ইসরায়েলি হামলায় অসন্তুষ্ট ট্রাম্প

কাতারে ইসরায়েলের হামলায় নিহত ৬, হাইকমান্ড অক্ষত : ফিলিস্তিনি গোষ্ঠী

অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী

কাতারে ইসরায়েলের হামলা আমার সিদ্ধান্ত ছিল না: ট্রাম্প

কাতারে ইসরায়েলের হামলায় নিহত ৬, হাইকমান্ড অক্ষত : ফিলিস্তিনি গোষ্ঠী

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা

বিক্ষোভে উত্তাল নেপাল: সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী ওলি

ব্রিক্সকে গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষার অগ্রদূত হতে হবে: চীনা প্রেসিডেন্ট

অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে নেপাল
