ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মেয়ের সঙ্গে ভাইরাল নাঈমের গান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ২:৫

নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাঈম-শাবনাজ। পর্দার বাইরে বাস্তব জীবনেও জুটি বাঁধেন তারা। এরপর একটা সময় সিনেমার রূপালি ভূবন থেকে বিদায় নেন এই তারকা দম্পতি। তবে রূপালি পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় তাদের। ভক্তদের সঙ্গে শেয়ার করেন জীবনের নানা মুহূর্ত।

এদিকে নাঈম-শাবনাজের বড় মেয়ে মাহদিয়া নাঈম দারুণ গান গায়। এবার মেয়ের সঙ্গে গান গেয়ে আলোচনায় আসলেন নাঈম। বাবা-মেয়ের গান, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সত্তর দশকের নন্দিত ব্যান্ড রেনেসাঁর ‘ভালো লাগে জোছনা রাতে’ গানটি গেয়েছেন তারা।

সোমবার নিজের ফেসবুক পেইজে এই ভিডিও আপলোড করেছেন মাহদিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের প্রিয় একটি গান গাইছি।’

সেই ভিডিওতে দেখা গেছে, নৌকায় চড়ে গান গাইছেন তারা। গিটার বাজানোর পাশাপাশি নাঈমও কণ্ঠ দিয়েছেন গানে। আর মেয়ে মাহদিয়াও গাইছেন বাবার সঙ্গে।

প্রীতি / প্রীতি