ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তুরস্ক
গাজায় ইসরায়েলি হামলার পর দেশটির বিরুদ্ধে নানা হুংকার দিয়ে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। এবার তারা ইসরায়েলের প্রেসিডেন্টকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। মঙ্গলবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে তুরস্ক তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। তিনি তুরস্কের আকাশসীমা ব্যবহার করে কপ সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন। তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার টানাপড়েনের মধ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ব্রাজিলে জি-২০ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, কপ সম্মেলনে যোগ দিতে ইসরায়েলের প্রেসিডেন্টকে আমরা আমাদের আকাশসীমা ব্যবহার করতে দেইনি। আমরা তাদের বিকল্প রুট আর উপায় খোঁজার কথা বলেছি।
প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানে অনুষ্ঠিত কপ সম্মেলনে যোগ দেননি ইসরায়েলের প্রেসিডেন্ট।
ইসরায়েলের প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতির মূল্যায়নের আলোকে এবং নিরাপত্তার কারণে আজারবাইজানে জলবায়ু সম্মেলনে সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে গাজায় অব্যাহত হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক স্থগিত করে তুরস্ক। ফিলিস্তিনের ভূখণ্ডে ‘নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত’ ত্রাণ সরবরাহের সুযোগ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল রাখার কথা জানায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
বিবিসি জানিয়েছে, গত বছর তুরস্ক ও ইসরায়েলের মধ্যে ৭০০ কোটি ডলারের বাণিজ্য হয়। তুরস্ক এক বিবৃতিতে বলেছে, বাণিজ্য স্থগিতের ঘোষণার আওতায় সব পণ্যই পড়বে। গাজায় ‘নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত’ ত্রাণ সরবরাহের সুযোগ না দেওয়া পর্যন্ত তুরস্ক কঠোর ও সন্দেহাতীতভাবে নতুন পদক্ষেপ বাস্তবায়ন করবে।
এর আগে সীমিত পরিসরে ইসরায়েলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছিল তুরস্ক। কিন্তু এবার পুরোপুরিভাবে বাণিজ্য বন্ধের ঘোষণা দিলো এরদোয়ান প্রশাসন।
বিপুল এ বাণিজ্য সম্পর্ক ছিন্ন করায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ‘স্বৈরশাসকের’ মতো আচরণ করছেন।
এক্সে এক পোস্টে কার্টজ বলেন, এরদোয়ান তুর্কি জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে অসম্মান করছেন। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকেও তিনি উপেক্ষা করছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। ধাক্কা সামলাতে স্থানীয় উৎপাদন এবং অন্য দেশ থেকে আমদানির ওপর জোর দেওয়ার কথা জানান তিনি।
T.A.S / T.A.S