ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

থানায় ২০০ বানরের হানা, উদ্ধারে ডাকা হলো অন্য বাহিনী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ১২:৫৯

বন থেকে লোকালয়ে বানরের দেখা মেলা স্বাভাবিক ঘটনা। অনেকে আবার বানরকে উত্ত্যক্ত করেও মজা নিয়ে থাকেন। কেউ আবার কাছে পেলে আদরও করেন। তবে এবার ঘটেছে বিচিত্র ঘটনা। থানায় হানা দিয়েছে প্রায় ২০০ বানর। পরে অন্য বাহিনী ডেকে সেখান থেকে রক্ষা রয়েছেন পুলিশের কর্মকর্তারা। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বানরের তাণ্ডবের কারণে সপ্তাহের বেশি সময় তারা থানায় আটকে পড়েছিলেন। প্রায় ২০০ বানর শহরব্যাপী দাঙ্গা তাণ্ডব চালানোয় এমন পরিস্থিতি পড়েছেন তারা। আর এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডে।

থাইল্যান্ডের লোপবুরির বাসিন্দারা বানরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। কর্তৃপক্ষ এসব বানরের জন্য বিশেষ ঘরেরও ব্যবস্থা করেছে। তবে শনিবার একদল বানর শহরে ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায়।

পুলিশের ক্যাপ্টেন সোমচাই সিডি বলেন, বানরের দল যাতে খাবারের জন্য ভেতরে প্রবেশ না করতে পারে সেজন্য আমাদের জানালা এবং দরজা বন্ধ রাখতে হয়েছে। কেননা বানর ভেতরে প্রবেশ করলে তারা সম্পত্তিসহ বিভিন্ন নথি ধ্বংস করে ফেলতে পারে।

রোববার (১৭ নভেম্বর) লোপবুরি পুলিশ জানিয়েছে, বানর তাড়াতে ট্রাফিক পুলিশ এবং গার্ড ডিউটিতে থাকা কর্মকর্তাদের ডাকা হয়েছে।

সোমবারও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, এখনো প্রায় এক ডজন বানর থানার ছাদে রয়ে গেছে। পুলিশ রাস্তায় নেমে তাদের আবাসিক এলাকা থেকে দূরে সরানোর জন্য কাজ করে যাচ্ছে। এজন্য তাদের খাবার সরবরাহ করা হচ্ছে।

T.A.S / T.A.S

ফিলিস্তিনের পতন হলে ইরান, সৌদি ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট

পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন

মহাকাশে রকেট পাঠাল মাস্কের স্পেসএক্স, দাঁড়িয়ে দেখলেন ট্রাম্প

থানায় ২০০ বানরের হানা, উদ্ধারে ডাকা হলো অন্য বাহিনী

ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তুরস্ক

লুলা দা সিলভাকে হত্যার ষড়যন্ত্র, ব্রাজিলে ৪ সেনা গ্রেপ্তার

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর রাশিয়ার পরমাণু নীতি সংশোধন

ইউক্রেনের জন্য এবার মনুষ্যবিহীন মাইনের অনুমোদন দিলেন বাইডেন

এ উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না: গাজা সফরে নেতানিয়াহু

ধনকুবের হওয়ার্ড লুটনিককে বাণিজ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দিলেন ট্রাম্প

ফক্স নিউজের সঞ্চালককে পরিবহনমন্ত্রী বানালেন ট্রাম্প

ব্রাজিলে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে প্যারাগুয়ের প্রেসিডেন্ট