ভাইস প্রেসিডেন্টের হত্যার হুমকি, দুইদিন পর মুখ খুললেন প্রেসিডেন্ট

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে সম্প্রতি নিজের কিছু হলে প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকে ‘প্রকাশ্যে হত্যার হুমকি’ দিয়েছেন। এমন হুমকির পর দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী দুই রাজনৈতিক পরিবার মার্কোস-দুতার্তের মধ্যে উত্তেজনা নাটকীয়ভাবে চরমে পৌঁছেছে।
গত শনিবার সংবাদ সম্মেলন ডেকে সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বড় মেয়ে সারা দুতার্তে বলেন, ‘আমি একজনের সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, যদি আমাকে হত্যা করা হয় তাহলে প্রসিডেন্ট, ফার্স্ট লেডি এবং স্পিকারকে হত্যা করবে। এটি তামাশা নয়, কোনো রসিকতা নয়।’
এমন হুমকির দুইদিন পর সোমবার (২৫ নভেম্বর) মুখ খুললেন ফার্দিনান্দ মার্কোসের পুত্র ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট বংবং মার্কোস। তিনি ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের হুমকির বিরুদ্ধে ‘লড়াই করার’ অঙ্গীকার করেছেন।
জাতির উদ্দেশে রেকর্ড করা এক ভাষণে ‘মার্কোস জুনিয়র’ হিসেবে পরিচিত এই প্রেসিডেন্ট বলেছেন, নিজের ও ফার্স্ট লেডির বিরুদ্ধে ‘অপরাধমূলক পরিকল্পনা’র বিষয়টি উপেক্ষা করা উচিত নয়। তবে তিনি ভাষণে সারা দুতার্তের নাম উল্লেখ করেননি।
মার্কোস বলেন, আমরা যে বিবৃতি শুনেছি, তা উদ্বেগজনক। আমাদের কয়েকজনকে মেরে ফেলার জন্য বেপরোয়া অশ্লীল গালিগালাজ ও হুমকি দেওয়া হচ্ছে।
এ ধরনের ‘অপরাধমূলক প্রচেষ্টা’ চলতে দেবেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা যদি এতই সহজ হয়, তাহলে সাধারণ নাগরিকদের জন্য আর কতটুকু?’
এদিকে মার্কোসের হুঁশিয়ারির পর সারা দুতার্তে সাংবাদিকদের জানান, তিনি এখনো প্রেসিডেন্টের বক্তব্য শোনেননি, তবে পরে প্রতিক্রিয়া জানাবেন।
অপরদিকে রাজনৈতিক বিভাজনের মধ্যে সম্প্রতি দেশটির সামরিক প্রধান জেনারেল রোমিও ব্রাওনার আশ্বাস দিয়ে একটি বিবৃতি জারি করেছেন। এতে বলা হয়েছে, ‘ফিলিপাইনের ১৬০,০০০ সদস্যের সশস্ত্র বাহিনী আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং বেসামরিক কর্তৃত্বের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে’ নির্দলীয় থাকবে।
ব্রাউনার বলেন, আমরা সবাইকে শান্ত হওয়ার ও সমাধানের আহ্বান জানাচ্ছি। যারা ফিলিপিনো হিসাবে আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে একসাথে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা আমরা পুনর্ব্যক্ত করছি।
T.A.S / T.A.S

অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে নেপাল

নেপালজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, আজও রাস্তায় তরুণরা

অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে নেপাল

নেপালজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, আজও রাস্তায় তরুণরা

নেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ২০

ভারতে ভুয়া ‘বাবা’ বিরোধী অভিযানে গ্রেপ্তার বেশ কয়েকজন বাংলাদেশি

গাজা সিটিতে আরেক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫

দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

‘ট্রাম্পকে বিদায় করো’— প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি

ধ্বংসস্তূপে চাপা মরদেহ, ক্ষুধায় প্রাণহানি—গাজায় মৃত্যুমিছিল থামছে না

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

বিশ্বমঞ্চে শি জিনপিংয়ের শক্তি প্রদর্শন, দেখালেন কূটনৈতিক দাপট
