ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ায় ব্যাপক হামলা

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের জ্বালানিমন্ত্রীর বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর)।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর হামলায় বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হারমান হালুশ্চেনকো বলেছেন, ইউক্রেনজুড়ে জ্বালানি স্থাপনায় হামলায় হয়েছে এবং এ কারণে বিদ্যুতহীন হয়ে পড়েছে অনেক এলাকা। তিনি লোকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী দেশজুড়ে বিমান হামলার সাইরেন জারি করে।
বিবিসি বলছে, নতুন করে দেশটির বিমান বাহিনী কিয়েভসহ রিভেন, ভিনিতসিয়া, ক্রপিভিনিতস্কি, বালতা, মিকোলাইভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলার সতর্কতা জারি করেছে।
ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে এক হাজার ৫০০ বিমান হামলা চালিয়েছে।
খারকিভের মেয়র ইগোর তেরেকহোভ বলেছেন, আবাসিক অঞ্চলে বোমাবর্ষণ করা হয়েছে। লুতস্কের মেয়র ইহোর পলিশ্চাক বলেছেন, একাধিক বিস্ফোরণ হয়েছে এবং শহরের এক অংশে বিদ্যুৎ নেই।
স্থানীয় মিডিয়া আউটলেট জারকালো তিনজনিয়া জানিয়েছে, প্রধান বন্দর নগরী ওডেষাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ কিপের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন।
এছাড়া সুমি ও ভলিনেও হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক হাজার আট দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
T.A.S / T.A.S

ভারতে ভুয়া ‘বাবা’ বিরোধী অভিযানে গ্রেপ্তার বেশ কয়েকজন বাংলাদেশি

গাজা সিটিতে আরেক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫

দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

‘ট্রাম্পকে বিদায় করো’— প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি

ধ্বংসস্তূপে চাপা মরদেহ, ক্ষুধায় প্রাণহানি—গাজায় মৃত্যুমিছিল থামছে না

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

বিশ্বমঞ্চে শি জিনপিংয়ের শক্তি প্রদর্শন, দেখালেন কূটনৈতিক দাপট

যুদ্ধের পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ২৬ দেশ: ম্যাক্রোঁ

লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫, নিরাপদ আশ্রয় মিলছে না কোথাও

ট্রাম্পের শুল্কে বিপর্যস্ত দিল্লি, প্রতিশোধ নয় নতুন বাজার খুঁজছে ভারত

পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা আরব আমিরাতের

জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর: আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এসসিও নেতারা
