উগান্ডায় ভূমিধসে ৩০ জনের মৃত্যু
উগান্ডার পূর্বাঞ্চলে মুসুগু গ্রামে বুধবার (২৭ নভেম্বর) রাতে ভারি বৃষ্টির পর ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধসের কারণে অনেকেই নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান বুলামবুলি জেলার কমিশনার ফাহিরা মালানি।
তিনি বলেন, আমরা ৩০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। এখন পর্যন্ত ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একটি শিশুর মরদেহও রয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভূমিধসের কারণে অনেক মানুষ নিখোঁজ রয়েছেন এবং সম্ভবত তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
উগান্ডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রায় ২০টি বাড়ি ভেসে গেছে এবং অন্যান্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সোশ্যাল মিডিয়ায় একটি দুর্যোগ সতর্কতা জারি করে জানিয়েছে, বুধবারের ভারি বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিপর্যয় সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এর ফলে উগান্ডার বিভিন্ন অঞ্চলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং সরকার ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে, বিপদপূর্ণ পরিস্থিতি চলতে থাকায় ভবিষ্যতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উগান্ডার সরকারি কর্মকর্তারা জানান, ভূমিধসের পর উদ্ধারকারীরা অবশিষ্ট নিখোঁজদের সন্ধানে কাজ করছেন। বন্যা ও ভূমিধসের ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে জরুরি উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। এসব এলাকার স্থানীয়রা এখনো আশ্রয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কারণ ভবিষ্যতে আরও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এটি উগান্ডার জন্য একটি বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়, যা বহু মানুষের জীবন বিপন্ন করেছে। সরকারি কর্মকর্তারা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় ও আন্তর্জাতিক সাহায্য চাইতে প্রস্তুত আছেন।
T.A.S / T.A.S
ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!
গাজার ধ্বংসস্তূপ থেকে এক দিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার
ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭
পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭
সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন
ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান
মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়
২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি