যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেটে এক বাংলাদেশী ছাত্র আটক
নিরপেক্ষ তদন্ত ও দ্রুত মুক্তির দাবি পরিবারের

যুক্তরাষ্ট্রের ইলিয়নের ডিটেনশন সেন্টারে এক মিথ্যা মামলায় দুর্বিষহ জীবন কাটছে মোঃ মেহেদী হাসান নামের এক বাংলাদেশী মেধাবী ছাত্রের। বিষয়টি নিয়ে দেশে তার মা-বাবা ও সমাজের তরুণ ছাত্র-ছাত্রীদের মাঝে বিষন্নতা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট ২০২৪ পরিবারের স্বপ্ন পূরণে মেধাবী ছাত্র মোঃ মেহেদী হাসান উচ্চশিক্ষা লাভের লক্ষ্যে আমেরিকার ইলিয়ন স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হন। কিন্তু সেই স্বপ্ন তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। জানা যায় এক বাংলাদেশী তরুণীর (সাবিহা সুলতানা) বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিশোধ মূলকভাবে মোঃ মেহেদী হাসানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাকে আটক করানো হয়। বর্তমানে সেখানে মোঃ মেহেদী মানবেতর জীবনযাপন করছে, যা কিনা একপ্রকার মানবাধিকার লঙ্ঘনের শামিল।
পরিবার সূত্রে জানায়, ইলিয়নে বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটি ভলিবল ম্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিপক্ষ হিসেবে ছিলেন গবেষক সাবিহা সুলতানা। আর এই ম্যাচ কে কেন্দ্র করে তাদের ভিতর এক প্রকার দ্বন্দ্ব ও দূরত্ব সৃষ্টি হয়। আর এই দ্বন্দ্বের মূল কারণ ছিল পিএইচডি গবেষক সাবিহা সুলতানা বারংবার মেহেদিকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু মোঃ মেহেদী বিবাহিত থাকায় প্রস্তাব মেনে নিতে পারিনি। যার ফলস্বরূপ সাবিহা সুলতানা প্রতিশোধ গ্রহণের লক্ষ্যে নীল নকশা আঁকতে থাকে। নকশা বাস্তবায়নে তাকে সহযোগিতা করে কমোনিটির আরও কিছু ব্যক্তি । তারা এক প্রকার সন্ত্রাসীর তকমা লাগিয়ে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে আর সেই অভিযোগে গত ১৫ অক্টোবর ২০২৪ মেহেদিকে পুলিশ আটক করে। বর্তমানে মোঃ মেহেদী ইলিয়নে ডিটেনশন সেন্টারে এক দুর্বিষহ জীবন যাপন করছেন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। মেহেদির পরিবার ও ঘনিষ্ঠজনদের মতে সে একজন সৎ, বিনয়ী ও অত্যন্ত মেধাবী ছাত্র। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিটা প্রতিষ্ঠানে তার ফলাফল ছিল শির্ষ স্থানে।
সে নটরডেম কলেজের একজন মেধাবী ছাত্র। তাদের জানামতে ছাত্রজীবনে মোঃ মেহেদীর কোন প্রতিপক্ষ বা শত্রু ছিল না। এলাকায় তার বিরুদ্ধে কারো কোন অভিযোগ নেই। এমনকি সংশ্লিষ্ট থানায় ও এলাকার জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। মেহেদির স্ত্রী ফারজানা সুলতানা এখন গর্ভবতী, স্বামীর এমন দুঃসংবাদে একবারে ভেঙ্গে পড়েছেন তিনি। এক প্রকার অনাহারে তার দিন কাটছে। তার ডাক্তারের মতে এমনভাবে চললে মেহেদির স্ত্রী এবং গর্ভে বাচ্চার জন্য খারাপ ফল বয়ে আনবে। মোঃ মেহেদীর গরীব অসহায় মা ও বাবাও সন্তানের জন্য ভেঙে পড়েছে। এদিকে পুলিশের কাছে দেওয়া মেহেদির মন্তব্য সম্পর্কে জানতে চাইলে, স্ত্রী জানায়, দীর্ঘদিন মেহেদিকে কমিউনিটির কতিপয় লোক বারবার বিরক্ত করতো এবং অহেতুক রাগানোর চেষ্টা করত। যাতে তাকে বিপদে ফেলে তার লেখাপড়া নষ্ট করা যায়। মেহেদি তা বুঝতে পেরে নিজেকে কমিউনিটি থেকে সরিয়ে রাখে এবং পড়াশোনায় মনোনিবেশ করে। কিন্তু তারপরও সাবিহা সুলতানা গং মানসিক টর্চার এতোটা বাড়াতে থাকে যে, বাধ্য হয়ে মোঃ মেহেদী পুলিশে রিপোর্ট করে।
কিন্তু প্রতিকার না পেয়ে নিজেকে বাঁচাতে নিজের সম্পর্কে নিছক কিছু মন্তব্য করে। যদিও এসব মন্তব্য বা বাক্য কোন হুমকি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল না। কিন্তু এগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে পরিবারের সকলের দাবী মোঃ মেহেদী মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ তার বিরুদ্ধে আনিত সন্ত্রাসী তকমার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এদিকে মোঃ মেহেদী উচ্চশিক্ষা লাভের জন্য আমেরিকায় যাওয়ার সময় চড়াসুদে মোটা অংকের শিক্ষালোন নেয়। প্রতিমাসে যার কিস্তি পরিশোধ করতে হয় তাদের। কিন্তু বর্তমান স্বামী বন্দী জীবন কাটাচ্ছে, তাই কিভাবে এই কিস্তির টাকা পরিশোধ করবে? সে চিন্তায় তার অন্তসত্তা স্ত্রী ফারজানা সুলতানা আরও ভেঙ্গে পড়েছেন। মেহেদির মুক্তির ব্যাপারে জানায় বিশ্বের অন্যতম সভ্য ও ধনী দেশ হচ্ছে আমেরিকা। সেই দেশের আইনের প্রতি আমাদের রয়েছে শতভাগ বিশ্বাস ও আস্থা। সেখানকার বিচার ব্যবস্থার প্রতি সম্মান ও আস্থা আছে মোঃ মেহেদীর পরিবারেরও। তাই আমেরিকার বাংলাদেশী কমিউনিটি ও মোঃ মেহেদীর অসহায় পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মোঃ মেহেদীর নিঃশর্ত মুক্তি দাবী করেন তিনি। ফারজানা সুলতানা আরও বলেন মোঃ মেহেদী শুধু একজন শিক্ষার্থীই নন, তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। যার উপর নির্ভর করে পরিবারের সদস্যদের বর্তমান ও ভবিষ্যৎ।
এমএসএম / এমএসএম

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

বিশ্বমঞ্চে শি জিনপিংয়ের শক্তি প্রদর্শন, দেখালেন কূটনৈতিক দাপট

যুদ্ধের পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ২৬ দেশ: ম্যাক্রোঁ

লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫, নিরাপদ আশ্রয় মিলছে না কোথাও

ট্রাম্পের শুল্কে বিপর্যস্ত দিল্লি, প্রতিশোধ নয় নতুন বাজার খুঁজছে ভারত

পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা আরব আমিরাতের

জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর: আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এসসিও নেতারা

পাকিস্তান থেকে ভারতে গিয়ে মিলল না নাগরিকত্ব, রাষ্ট্রবিহীন দুই বোন

ভুয়া ভোটার ধরা পড়তেই কোণঠাসা বিজেপি

মালয়েশিয়ায় রাতের আঁধারে ব্যাপক ধরপাকড়, ৪০০ বাংলাদেশি আটক

মোদি দেশের সামনে মুখ দেখাতে পারবেন না, হুঁশিয়ারি রাহুলের

বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায়, কমেছে ডলারের মূল্য
