ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

শেবাগকে বিশ্বাস করবেন না, অমিতাভকে বার্তা সৌরভ গাঙ্গুলির


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১০:৪২

আগামী শুক্রবার 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩' হতে চলেছে চমকে ভরা। এই পর্বের নাম ‘শানদার শুক্রবার’। কারণ এই পর্বে থাকছেন বিশেষ অতিথিরা। এবার অতিথি হিসেবে আসতে চলেছেন সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দ্রার শেবাগ।

অতিথিদের নাম শুনেই বোঝা যায় কতখানি চমকপ্রদ হতে চলেছে শো। শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন। সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দ্রার শেবাগ তাদের ক্রিকেট জীবনের নানা ধরনের অভিজ্ঞতা শেয়ার করবেন। একে অপরের সঙ্গে মজাও করবেন তারা। শোয়ের প্রোমো বের হয়ে গেছে ইতিমধ্যেই। তাতেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন দর্শক। 

শোয়ে একে অপরের সঙ্গে মজা করেছেন ভারতের এই দুই সাবেক ক্রিকেটার। সেই মজায় গা ভাসিয়েছেন অমিতাভও। সৌরভ শোতে এসে অমিতাভ বচ্চনকে বলেই ফেলেন, শেবাগকে যেন তিনি বিশ্বাস না করেন। তিনি আরও বলেন, মাঠে অনেকবার সৌরভের সঙ্গে সহযোগিতা করেছেন শেবাগ।

শেবাগ মজার ছলে বলেন, মুশকিলের সময় অনেক বার সৌরভকে বাঁচিয়েছেন তিনি। ফাইনাল ম্যাচে রান এনে দিয়েছেন। দরকারে ফিল্ডিংয়ে দৌড়েছেন। বোলার হিসেবে খেলা শুরু করার সময় কাউকে যখন পাওয়া যাচ্ছিল না, বোলিং করতে এগিয়ে এসেছেন শেবাগই। বোঝাই যায়, ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ মজাদার হতে চলেছে আসন্ন শুক্রবারের এপিসোড।

সম্প্রতি ২১ বছর পূর্তি উৎযাপন করল 'কৌন বনেগা ক্রোড়পতি'। ২০০০ সালে 'কৌন বনেগা ক্রোড়পতি' এর হাত ধরেই ছোট পর্দায় প্রথম পা রেখেছিলেন বড় পর্দার সুপার স্টার অমিতাভ বচ্চন। অনেক ঘটনা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শোয়ের সঙ্গে। শুরু থেকেই শোয়ের সঞ্চালক অমিতাভ। মাঝে একবারই শোয়ের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্টার প্লাস চ্যানেলে শোয়ের সম্প্রচার হত। সে সময় প্রযোজনা করত সমীর নায়ারের টিম। ২০১০ সাল থেকে এই শো দেখা শুরু হয় সনি টিভিতে। প্রযোজকও পাল্টে যায় 'কৌন বনেগা ক্রোড়পতি' এর।

প্রীতি / প্রীতি

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী

ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!