ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

আমাদের কৌশলগত আস্থা জোরদার করতে হবে: বিআরআই নির্মাণ সভায় প্রেসিডেন্ট সি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ১:৯

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২ ডিসেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’  (বিআরআই) নির্মাণ বিষয়ক আলোচনা সভায় জোর দিয়ে বলেন, আমাদের অবশ্যই কৌশলগত আস্থা জোরদার করতে হবে, দায়িত্ব নেওয়ার সাহস থাকতে হবে এবং বিআরআই নির্মাণের উচ্চ-মানের উন্নয়নকে ব্যাপকভাবে প্রচার করতে হবে।

ভাষণে তিনি বলেন, ২০১৩ সালে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ নির্মাণের প্রস্তাব উত্থাপনের পর থেকে সিপিসি’র কেন্দ্রীয় সরকারের দৃঢ় নেতৃত্বে বিভিন্ন পক্ষের প্রচেষ্টায় বিআরআই নির্মাণ বরাবরই শান্তিপূর্ণ, সহযোগিতামূলক, উন্মুক্ত, সহনশীল ও একে অপরের কাছ থেকে শিক্ষার চিন্তাধারা লালন করে আসছে, সবসময়ই যৌথ আলোচনা, নির্মাণ ও সমন্বিত অর্জনের নীতি মেনে চলে আসছে। সহযোগিতার ক্ষেত্রে অব্যাহতভাবে প্রসারিত হচ্ছে এবং সহযোগিতার স্তর অবিরামভাবে উন্নীত হচ্ছে, ফলে এর আন্তর্জাতিক প্রভাব দিন দিন বেড়ে যাচ্ছে এবং বড় সাফল্যও অর্জিত হয়েছে। বিআরআইতে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে মৈত্রী বাড়াতে এবং তাদের উন্নয়ন বেগবান করতে চীন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

সি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব অস্থিতিশীল ও পরিবর্তনশীল সময়ে প্রবেশ করেছে। একতরফাবাদ ও সরক্ষণবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। আঞ্চলিক সংঘর্ষ ও দাঙ্গাহাঙ্গামাও ঘন ঘন ঘটছে। এই প্রেক্ষাপটে যৌথভাবে বিআরআই নির্মাণের উচ্চ স্তরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাইলে নানা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে যৌথভাবে বিআরাই নির্মাণ উচ্চ-মানের উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে, তাই স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার মূল সুরে অবিচল থাকা, ঐতিহ্যবাহী ক্ষেত্রের সহযোগিতাকে সুসংহত করার সাথে সাথে নতুন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা এবং  আরো উচ্চ মানসম্পন্ন, নমনীয় ও টেকসই জয়-জয় উন্নয়নের নতুন পরিস্থিতি সৃষ্টি করা উচিৎ।

সূত্র: লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ

T.A.S / T.A.S

বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনে চীন-বেলারুশ যৌথ উদ্যোগ

দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে অঙ্গীকার

আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল

বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৫০০

গাজায় ইসরাইলি হামলা জোরদার, একদিনেই নিহত ৭৭

ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম

গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৭৭ ফিলিস্তিনি

সাত বছর পর চীনে মোদি

ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই পুতিনের সঙ্গে বৈঠক মোদির

গাজা নগরীতে ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১

নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

আমাদের একটু সময় দিতে হবে: প্রকৌশল শিক্ষার্থীদের ইস্যুতে উপদেষ্টা