ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সন্ধ্যায় অপূর্বর বিয়ে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১:৫২

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের বছর গড়াতেই ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি আমেরিকা প্রবাসী, সেখানকারই নাগরিক। কয়েক ঘণ্টা বাদেই রাজারবাগের একটি রেস্তোরাঁয় অপূর্বর সঙ্গে তার বিয়ের আসর বসতে চলেছে। সেখানে দুই পরিবারের সদস্য ও কাছের কয়েকজন আত্মীয় উপস্থিত থাকবেন।

যদিও মিডিয়াপাড়ায় ফিসফাস, গত ৩১ আগস্ট অপূর্বর গায়ে হলুদ হয়ে গেছে, বিয়ে করেছেন ১ সেপ্টেম্বর। এ প্রসঙ্গে অপূর্ব বলেছেন, ‘ বিয়ে করছি, এটা সত্যি। তবে সেটা ২ সেপ্টেম্বর। একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের উদ্যোগ। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। ওর জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। তবে তার পৈতৃক নিবাস ঢাকার লালমাটিয়া।’

অপূর্ব আরও বলেন, ‘আমার প্ল্যান ছিল বিয়েতে মিডিয়ার সবাইকে দাওয়াত করবো। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হচ্ছে না। পরে ভাবলাম বিয়ের পরদিন বন্ধুদের সঙ্গে বসে সুখবরটি আনুষ্ঠানিকভাবে জানাবো। সেটাও সম্ভব হচ্ছে না। এরই মধ্যে যেহেতু বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হয়েছে, তাই খবরটি চাপিয়ে রাখার আগ্রহ নেই। আমি পবিত্র একটি সম্পর্কে জড়াচ্ছি। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

অপূর্বর তৃতীয় এবং তার হবু স্ত্রী শাম্মার এটি দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট প্রথম বিয়ে করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। কিন্তু মাত্র ছয় মাস টিকেছিল সে সংসার। প্রভার সাবেক প্রেমিক রাজিবের সঙ্গে তার আপত্তিকর কিছু ভিডিও প্রকাশ হওয়ার পর ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি তাকে ডিভোর্স দেন অপূর্ব।

ওই বছরেরই ২৮ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অভিনেতা। ৯ বছর সংসার করার পর গত বছরের ১৭ মে বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের সংসার ভাঙার খবর প্রকাশ করেন অদিতি। দ্বিতীয় সংসারে অপূর্বর ৬ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। নাম আয়াশ। কয়েক মাস আগে অদিতি আবার বিয়ে করেছেন। এবার পালা অপূর্বর।

প্রীতি / প্রীতি

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী

ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!