যে কারণে রাখিকে জোর করে চুমু খেয়েছিলেন মিকা
তিনি বিতর্কের রানি। তাকে ঘৃণা করা যায়, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। এভাবেই বার বার তিনি খবরের শিরোনাম দখল করেন। বলছি বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্তের কথা। তিনি বিনোদনী। অভিনয়, সঞ্চালনা, মডেলিং, নাচ, গান ছাড়াও নানা অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি ভক্তদের মাতিয়ে রাখেন।
সম্প্রতি নতুন করে আলোচনায় এই অভিনেত্রীর ১৫ বছর আগের একটি বিতর্কিত ঘটনা। সালটা ২০০৬। গায়ক মিকা সিংয়ের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানে মিকা জোর করে চেপে ধরে রাখির ঠোঁটে চুমু দেন। সেই ছবি, ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সবখানে।
ওই ঘটনার পর রাখি মিকার বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করেন। মিকাকে গ্রেপ্তারও করে মুম্বাই পুলিশ। যদিও পরে তিনি জামিনে মুক্তি পেয়ে যান।
সে সময় মিকা যুক্তি দিয়েছিলেন, তিনি নাকি প্রত্যেককে বলেছিলেন তার মুখে যেন কেক মাখানো না হয়। কিন্তু রাখি তার কথায় কর্ণপাত করেননি। মিখার মুখে কেক মাখিয়ে দেন। তাই রাখিকে ‘শিক্ষা দিতে’ তাকে জোর করে চুমু দেন।
মিকা এমন দাবিও করেছিলেন, রাখি নাকি তাকে প্রথম চুমু খেয়েছিলেন। সেটির বদলা নিতে তিনিও রাখিকে চুমু খান। এ বিষয়টি পরে রাখিও স্বীকার করেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘বোন হিসেবে মিকার গালে চুমু খেয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম। তাই বলে জোর করে আমাকে ভিজে চুমু খাওয়ার ছাড়পত্র দেওয়া হয়নি তাকে।’
যদিও এই ঘটনার ১৫ বছর পর গত মে মাসে তারা নিজেদের মধ্যে সব কিছু মিটমাট করে নেন। মুম্বাইয়ের এক ক্যাফেতে পাপারাৎজিদের সঙ্গে গল্প করছিলেন রাখি। হঠাৎ সেখানে এসে দাঁড়ান মিকা। রাখি তাকে দেখে জড়িয়ে ধরেন। তারপর মিকার মুখে নিজের প্রশংসা শুনে তাকে প্রণাম করার ভঙ্গিতে নীচু হন রাখি।
প্রীতি / প্রীতি
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’
অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!
‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’