ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

যে কারণে রাখিকে জোর করে চুমু খেয়েছিলেন মিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১:৫৬

তিনি বিতর্কের রানি। তাকে ঘৃণা করা যায়, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। এভাবেই বার বার তিনি খবরের শিরোনাম দখল করেন। বলছি বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্তের কথা। তিনি বিনোদনী। অভিনয়, সঞ্চালনা, মডেলিং, নাচ, গান ছাড়াও নানা অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি ভক্তদের মাতিয়ে রাখেন।

সম্প্রতি নতুন করে আলোচনায় এই অভিনেত্রীর ১৫ বছর আগের একটি বিতর্কিত ঘটনা। সালটা ২০০৬। গায়ক মিকা সিংয়ের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানে মিকা জোর করে চেপে ধরে রাখির ঠোঁটে চুমু দেন। সেই ছবি, ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সবখানে।

ওই ঘটনার পর রাখি মিকার বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করেন। মিকাকে গ্রেপ্তারও করে মুম্বাই পুলিশ। যদিও পরে তিনি জামিনে মুক্তি পেয়ে যান।

সে সময় মিকা যুক্তি দিয়েছিলেন, তিনি নাকি প্রত্যেককে বলেছিলেন তার মুখে যেন কেক মাখানো না হয়। কিন্তু রাখি তার কথায় কর্ণপাত করেননি। মিখার মুখে কেক মাখিয়ে দেন। তাই রাখিকে ‘শিক্ষা দিতে’ তাকে জোর করে চুমু দেন।

মিকা এমন দাবিও করেছিলেন, রাখি নাকি তাকে প্রথম চুমু খেয়েছিলেন। সেটির বদলা নিতে তিনিও রাখিকে চুমু খান। এ বিষয়টি পরে রাখিও স্বীকার করেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘বোন হিসেবে মিকার গালে চুমু খেয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম। তাই বলে জোর করে আমাকে ভিজে চুমু খাওয়ার ছাড়পত্র দেওয়া হয়নি তাকে।’

যদিও এই ঘটনার ১৫ বছর পর গত মে মাসে তারা নিজেদের মধ্যে সব কিছু মিটমাট করে নেন। মুম্বাইয়ের এক ক্যাফেতে পাপারাৎজিদের সঙ্গে গল্প করছিলেন রাখি। হঠাৎ সেখানে এসে দাঁড়ান মিকা। রাখি তাকে দেখে জড়িয়ে ধরেন। তারপর মিকার মুখে নিজের প্রশংসা শুনে তাকে প্রণাম করার ভঙ্গিতে নীচু হন রাখি।

প্রীতি / প্রীতি

মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত : শ্রাবন্তী

বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে : জয়া আহসান

বেআইনি কাজের অভিযোগ আল্লু অর্জুনের বিরুদ্ধে!

৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট : স্বস্তিকা

যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না : ববি

গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত

‘সালমান খান এতটা নোংরা, আগে বুঝিনি’

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি, তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

মুখের ওপর শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?