ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

দীপিকার মতোই পরিণতি হলো শ্রদ্ধার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ২:২

কিছুদিন আগে নায়কের সমান পারিশ্রমিক দাবি করায় খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বানশালির আগামী সিনেমা ‘বাইজু বাওরা’ থেকে বাদ পড়েন বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ওই ছবির নায়ক তার স্বামী রণবীর সিং। কিন্তু তাতে দীপিকা ছাড় পাননি। তাকে বাদ দিয়ে সেখানে আলিয়া ভাটকে নিয়েছেন বানশালি। এবার একই পরিণতি হলো শ্রদ্ধা কাপুরের।

সম্প্রতি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক সমীর বিদওয়ান তাদের নতুন ছবি ‘সত্যনারায়ণ কি কথা’ নির্মাণের ঘোষণা দেন। সেখানে নায়ক হিসেবে কার্তিক আরিয়ানকে চূড়ান্ত করা হয়েছে। তার বিপরীতে ভাবা হয়েছিল শ্রদ্ধা কাপুরকে। প্রথমবার কার্তিক-শ্রদ্ধা জুটিকে একসঙ্গে দেখার আশায় বুক বেঁধেছিলেন দর্শক। কিন্তু গোল বাঁধে নায়িকার পারিশ্রমিক নিয়ে।

এর আগে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ‘বাঘি-থ্রি’ ছবিতে অভিনয় করেন শ্রদ্ধা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেখানে চার কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী। তবে এবার তার কাছে ‘সত্যনারায়ণ কি কথা’র প্রস্তাব যাওয়ার পর তিনি নাকি ১০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করে বসেন! এই কারণেই শ্রদ্ধাকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন নির্মাতারা।

ইতোমধ্যে শক্তি কাপুর-কন্যাকে ছেঁটে ফেলাও হয়েছে। ‘সত্যনারায়ণ কি কথা’তে শ্রদ্ধার জায়গায় নেওয়া হয়েছে হালের আরেক সেনসেশন কিয়ারা আডবাণীকে। তার সঙ্গে নাকি তিন কোটি টাকার চুক্তি হয়েছে নির্মাতাদের। এই ছবির মাধ্যমে ‘ভুল ভুলাইয়া টু’-এর পর দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন কার্তিক-কিয়ারা। অপেক্ষায় দুই তারকার ভক্তরা।

প্রীতি / প্রীতি