দীপিকার মতোই পরিণতি হলো শ্রদ্ধার
কিছুদিন আগে নায়কের সমান পারিশ্রমিক দাবি করায় খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বানশালির আগামী সিনেমা ‘বাইজু বাওরা’ থেকে বাদ পড়েন বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ওই ছবির নায়ক তার স্বামী রণবীর সিং। কিন্তু তাতে দীপিকা ছাড় পাননি। তাকে বাদ দিয়ে সেখানে আলিয়া ভাটকে নিয়েছেন বানশালি। এবার একই পরিণতি হলো শ্রদ্ধা কাপুরের।
সম্প্রতি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক সমীর বিদওয়ান তাদের নতুন ছবি ‘সত্যনারায়ণ কি কথা’ নির্মাণের ঘোষণা দেন। সেখানে নায়ক হিসেবে কার্তিক আরিয়ানকে চূড়ান্ত করা হয়েছে। তার বিপরীতে ভাবা হয়েছিল শ্রদ্ধা কাপুরকে। প্রথমবার কার্তিক-শ্রদ্ধা জুটিকে একসঙ্গে দেখার আশায় বুক বেঁধেছিলেন দর্শক। কিন্তু গোল বাঁধে নায়িকার পারিশ্রমিক নিয়ে।
এর আগে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ‘বাঘি-থ্রি’ ছবিতে অভিনয় করেন শ্রদ্ধা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেখানে চার কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী। তবে এবার তার কাছে ‘সত্যনারায়ণ কি কথা’র প্রস্তাব যাওয়ার পর তিনি নাকি ১০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করে বসেন! এই কারণেই শ্রদ্ধাকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন নির্মাতারা।
ইতোমধ্যে শক্তি কাপুর-কন্যাকে ছেঁটে ফেলাও হয়েছে। ‘সত্যনারায়ণ কি কথা’তে শ্রদ্ধার জায়গায় নেওয়া হয়েছে হালের আরেক সেনসেশন কিয়ারা আডবাণীকে। তার সঙ্গে নাকি তিন কোটি টাকার চুক্তি হয়েছে নির্মাতাদের। এই ছবির মাধ্যমে ‘ভুল ভুলাইয়া টু’-এর পর দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন কার্তিক-কিয়ারা। অপেক্ষায় দুই তারকার ভক্তরা।
প্রীতি / প্রীতি
কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি : ঋতুপর্ণা
কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড
এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস