তবুও অটল ম্যাক্রোঁ, নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার অঙ্গীকার
রাজনৈতিক সংকটে টালমাটাল পরিস্থিতি ফ্রান্সে। প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। তবে এমন পরিস্থতিতেও অটল ম্যাক্রোঁ। এরইমধ্যে তিনি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা দেওয়ার কথা অঙ্গীকার করেছেন।
ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, আগামী দিনগুলোতে তিনি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। তবে ঠিক কবে নাগাদ ঘোষণা করবেন-সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ১০ মিনিটের ভাষণে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, বিরোধীদলের চাপ সত্ত্বেও তিনি পদত্যাগ করবেন না এবং ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ অনুযায়ী ক্ষমতায় থাকবেন।
ভাষণে ইমানুয়েল ম্যাক্রোঁ মিশেল বার্নিয়েরকে ধন্যবাদ জানিয়েছেন। তবে পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন- তা নিয়েও কোনো ইঙ্গিত দেননি ম্যাক্রো। তিনি বলেছেন, আমাদের এখন ২০২৫ সালের বাজেটের ওপর মনোনিবেশ।
তবে জল্পনা চাউর হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলেউ এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ফ্রাঁসোয়া বায়রু পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার তালিকায় আছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো। এর মাধ্যমে দেশটিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ল।
স্থানীয় সময় গত বুধবার দেশটির সংসদের নিম্নকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বার্নিয়েরকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাস করতে ২৮৮ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু ৩৩১ জন সংসদ সদস্য বার্নিয়েরের বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন।
T.A.S / T.A.S
ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!
গাজার ধ্বংসস্তূপ থেকে এক দিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার
ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭
পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭
সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন
ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান
মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়
২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি