তাহলে যশই নুসরাতের সন্তানের বাবা!
এক সপ্তাহ হয়ে গেছে। পুত্রসন্তানের মা হয়েছেন টলিউড অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। কিন্তু যে প্রশ্নের উত্তর জানতে সবাই অধীর প্রতীক্ষায়, তা এখনো প্রকাশ করেননি নায়িকা। জানাননি এ সন্তানের বাবা কে। যদিও ইঙ্গিত দিয়ে চলেছেন বার বার। আবারও তাই করলেন।
মা হওয়ার পর সম্প্রতি নিজের নতুন একটি ছবি পোস্ট করেছেন নুসরাত জাহান। সেই ছবিতে দেখা যায়, নায়িকার চোখে নেই কাজল, চুল এলোমেলো। তার মুখে মাতৃত্বের আনন্দ।
ছবিটি পোস্ট করে নুসরাত ক্যাপশন দিয়েছেন, ‘যাদের পরামর্শ নেবে না, তাদের কাছ থেকে সমালোচনাও শুনো না।’ হ্যাশট্যাগে লেখা, ‘নতুন ভূমিকা’ ‘নতুন মায়ের জীবনযাত্রা’, ‘নতুন মা’। তারই নীচে ফটো ক্রেডিট হিসেবে লিখেছেন, ‘ড্যাডি’, অর্থাৎ বাবা।
হ্যাশট্যাগে ‘মাম্মি’ লেখার পর তার তলায় ‘ড্যাডি’ লেখা দেখেই স্পষ্ট যে, নুসরাতের সন্তানের বাবার কথাই বলেছেন। কিন্তু নাম উল্লেখ করলেন না। তাতে ক্ষতি নেই। কারণ, গত কয়েক মাস ধরে নায়িকার ছায়াসঙ্গী যিনি, তিনি আর কেউ নন, অভিনেতা যশ দাশগুপ্ত। তাই নেটিজেনদের বুঝে নিতে অসুবিধা হয়নি যে, নুসরাত ‘ড্যাডি’ হিসেবে কাকে বোঝাতে চেয়েছেন।
অভিনেতা যশই যে তার সন্তানের বাবা, এমন ইঙ্গিত নুসরাত আগেও দিয়েছেন। মা হওয়ার পরের দিনই নায়িকা সন্তানের নাম রাখেন ‘ইশান’। ইংরেজিতে যার বানান Yishaan, প্রথম অক্ষর Y। এদিকে, নায়িকার বর্তমান সঙ্গী যশের নামের ইংরেজি বানান Yash, প্রথম অক্ষর Y। কি, পেলেন তো ইঙ্গিত?
সন্তানের নাম সাধারণত মা অথবা বাবার নামের সঙ্গে মিলিয়ে রাখার প্রচলন রয়েছে বিশ্বের প্রায় সব দেশেই। নেটিজেনদের ধারণা, নুসরাতও তাই করেছেন। সন্তানের নাম রেখেছেন তার ‘ড্যাডি’ যশ দাশগুপ্তের সঙ্গে মিলিয়ে। এখন ছেলে ইশানের বাবা যশই কি না, তা নায়িকার নিজের মুখ থেকে শোনার অপেক্ষা। কবে তিনি এটা কবুল করবেন সেটাই দেখার।
সন্তান জন্ম দিতে গত বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুসরাত জাহান। তার আগের দিন রাতে নায়িকাকে তার বালিগঞ্জের ফ্ল্যাট থেকে নিজের বাড়িতে নিয়ে যান প্রেমিক যশ দাশগুপ্ত। ওই রাত নুসরাত যশের বাড়িতেই ছিলেন। পরদিন সকালে যশই তাকে হাসপাতালে ভর্তি করান। এর কয়েক ঘণ্টা বাদে নায়িকার কোলজুড়ে আসে পুত্রসন্তান।
মা হওয়ার এ যাত্রায় সবসময়ই নুসরাতের ছায়াসঙ্গী যশ। সন্তানের মাকে ঘুরতে নিয়ে যাওয়া, পছন্দের খাবার এনে দেওয়া, ডিনারে নিয়ে যাওয়া- সবই করেছেন যশ। মা হওয়ার পর গত সোমবার হাসপাতাল ছাড়েন নুসরাত। সেদিনও তার ছায়াসঙ্গী ছিলেন যশ। নুসরাততে নিজে গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছে দেন এই অভিনেতা।
নুসরাতের সঙ্গে যশের পরিচয় কাজের মাধ্যমে। জুটি বেঁধে একাধিক ছবিতে কাজ করেছেন তারা। সেখান থেকেই মন দেওয়া-নেওয়া। যশকে ভালোবেসে গত বছরের শেষ দিকে দ্বিতীয় স্বামী নিখিলের ঘর ছেড়ে চলে আসেন সাংসদ-অভিনেত্রী। অথচ এই নিখিলকে ভালোবেসেই ২০১৯ সালে প্রথম স্বামী ভিক্টর ঘোষকে তালাক দিয়েছিলেন নুসরাত।
গুঞ্জন, এক বছরের বেশি সময় ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন যশ-নুসরাত। তারা নাকি গোপনে বিয়েও করে ফেলেছেন। চলতি বছরের শুরুতে তারা একসঙ্গে রাজস্থানের আজমীর শরীফে গিয়েছিলেন। গুঞ্জন, বিয়ের পর আশীর্বাদ চাইতেই নাকি তারা সেখানে গিয়েছিলেন। যদিও সত্যিটা কেবল যশ-নুসরাতই জানেন। এরকম আরও সত্যি জানার অপেক্ষায় টলিউড।
প্রীতি / প্রীতি
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’
অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!
‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’