৪০ স্কুলে বোমা হামলার হুমকি, বাড়ি পাঠানো হলো শিক্ষার্থীদের

ভারতে বিমানে বোমা আতঙ্ক কাটতে না কাটতেই এবার স্কুলে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানী নয়াদিল্লির ৪০টিরও বেশি স্কুলে এ হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দিল্লির ৪০ টিরও বেশি স্কুল ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে পুলিশি পরীক্ষায় এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি ছিল নিছক প্রতারণা।
দিল্লি পুলিশের পিআরও সঞ্জয় ত্যাগী আশ্বস্ত করেন, পুলিশের পক্ষ থেকে সব স্কুল ওশিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিভাগ সবার নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ অব্যাহত রাখবে।
তিনি বলেন, আমরা শিগগিরই ইমেইলের বিষয়ে তদন্ত শুরু করব। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
এনডিটিভি জানিয়েছে, পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুলসহ ৪৪ স্কুলে এ হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
স্কুলে পাঠানো এসব মেইল যাচাই করেছে এনডিটিভি। সেখানে বলা হয়েছে, রোববার রাত ১১টা ৩৮ মিনিটে এ মেইল পাঠানো হয়েছে। যেখানে ভবনের ভেতর একাধিক বোমা রাখার দাবি করা হয়েছে।
মেইলে বলা হয়েছে, লুকিয়ে রাখা বোমাগুলো খুবই ছোট এবং এগুলো দারুণভাবে লুকানো রয়েছে। এ সময় বোমাগুলো নিষ্ক্রিয় করতে ৩০ হাজার ডলার দাবি করা হয়।
মেইলে বলা হয়, বোমা হামলায় ভবনের খুব বেশি ক্ষতি হবে না। তবে এর ফলে অনেক লোক আহত হবে। পুলিশ জানিয়েছে, তারা মেইলের আইপি অ্যাড্রেস নিয়ে তদন্ত করছে। এ ছাড়া মেইল পাঠানো ব্যক্তিকে খোঁজ করা হচ্ছে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং স্থানীয় পুলিশসহ দমকলকর্মীরা স্কুলে তল্লাশি চালিয়েছেন। তবে এতে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
এর আগে এনডিটিভ জানায়, ভারতের বিভিন্ন এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলো চলতি বছর ১৪ নভেম্বর পর্যন্ত ৯৯৯টি ভুয়া বোমা হামলার হুমকি পেয়েছে। ভারতের উপ-বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী মুরলীধর মহল পার্লামেন্টকে জানান, ২০২৩ সালে পাওয়া হুমকির চেয়ে এ বছর প্রায় ১০ গুণ বেশি হুমকি এসেছে। কেবল অক্টোবরের শেষ দুই সপ্তাহেই ৫ শতাধিক হুমকি এসেছে। হুট করে ভুয়া হুমকি এমন নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় ফ্লাইটের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে। উড়োজাহাজ চলাচলে ঘটেছে ব্যাপক বিঘ্ন।
মহল বলেন, ‘সম্প্রতি পাওয়া হুমকিগুলো সবই ভুয়া, ভারতের বিমানবন্দর বা উড়োজাহাজে পাওয়া কোনো হুমকিরই সত্যতা পাওয়া যায়নি।’
তিনি জানান, পুলিশ এখন পর্যন্ত ২৫৬টি অভিযোগ নথিভুক্ত করেছে এবং হুমকির ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে কর্তৃপক্ষ বিমানবন্দরে ১২০টি বোমা হামলার হুমকির সতর্কতা রেকর্ড করেছিল। এসব হুমকির প্রায় অর্ধেকই ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লি ও মুম্বাইকে নিশানা করে করা হয়েছিল। কিন্তু এ বছর এমন হুমকির ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে।
T.A.S / T.A.S

আমাদের একটু সময় দিতে হবে: প্রকৌশল শিক্ষার্থীদের ইস্যুতে উপদেষ্টা

কোরআনে আগুন দিয়ে তীব্র সমালোচনার মুখে মার্কিন রাজনীতিক

বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত?

পশ্চিম তীরের এক শহর থেকে সেনা প্রত্যাহার করল ইসরায়েল

গাজায় ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ, অনাহারে আরও ১০ জনের মৃত্যু

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা

ভারতে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

বেইজিংয়ে সি চিনপিং ও কম্বোডিয়ার রাজার সৌহার্দ্যপূর্ণ বৈঠক

বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন

গাজায় নিহত আরও ৬৪, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের

চলতি বছরেই কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের চাপে দিশেহারা ভারতীয় ব্যবসায়ীরা
