ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

হত্যাকারীদের সঙ্গে কোন আপোষ নয়: নজরুল ইসলাম খান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১২-২০২৪ রাত ৮:৫৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আন্দোলনের সময় আপনাদের সঙ্গে ছিলাম না। তখন আমি কেরানীগঞ্জ জেলখানায় ছিলাম তখন শুনেছি কিভাবে দেশের মানুষের ওপর নির্যাতন হয়েছে। নিজ পরিবারের সামনে যখন কাউকে আহত হতে হয়, নিহত হতে হয় তখন কি পরিমান কষ্ট তা আমরা অনুমান করতে পারি। এসব হত্যা, জুলুম দেখার পরেও কিভাবে আপষের প্রশ্ন আসে। এটা আপষের বিষয় না। যেভাবে ছাত্রদের গুলিকরে হত্যা করা হয়েছে, মা-বোনদের পেটানে হয়েছে, নির্যাতন করা হয়েছে এর পরেও আপষ কিসের। সোমবার সন্ধ্যায়  রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, স্বৈরাচারের পতন পরবর্তী বৈষম্যহীন প্রথম বিজয় দিবস উদযাপন উপলক্ষে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব,নিটর শাখার আয়োজনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে যে ভিডিও দেখলাম তা দেখে মনে হয়েছে যারা এর সঙ্গে জড়িত তাদের খুজে বেরকরা এমন কোন কঠিন কাজ না। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এরা কোন বাহিনীর লোক নয় এরা দলীয় কর্মী । এই বিবেচনায় বিচার করতে হবে। তিনি বলেন, আমরা ১ দফা আন্দোলন করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র কি মুক্তি পেয়েছে ? না গণতন্ত্র মুক্তি পায়নি। এখন যারা ক্ষমতায় আছেন তাদের আমারা ক্ষমতায় বসিয়েছি, তাদের সহযোগীতা করার আশ্বাস দিয়েছি কিন্তু এওখনো যাদের চিকিৎসা হয়নি তাদের চিকিৎসা করতে হবে। তাদের চিকিৎসায় কয়টাকা লাগে। যে দেশে এক কাপ চা ১০ টাকা। আপনারা না পারলে দেশের জনগনের কাছে বলুন তারা দেবে। আমি ধন্যবাদ জানাই নিটোরকে যারা কিনা আহতদের চিকিৎসাই না তাদের মানষিকভাবে সুস্থ্য র াখার জন্য আজকে এই ক্রিড়া প্রতিযোগীতা আয়োজন করেছে। তাদেরকে আম ধন্যবাদ জানাই। আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। তিনি বলেন, দেশী বিদেশী অনেক ষড়যন্ত চলছে, তাদের বিরুদ্ধে কাজ করতে হবে। আগামীকাল সরকারের সঙ্গে আমাদের বেঠক আছে।
বিশেষ অতিথিীর বক্তেব্যে বিএনপির স্থায়ী কমিটির অপর আর এক সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, যাদের আত্মত্যাগের বিনিয় এই স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি ছালাম জানাই। আহদের সুস্থ্য থাকার জন্য সাপ্তাহিক ক্রীড়া সপ্তাহের আয়োজন করা হয়েছে। 
তিনি বলেন, ইতিহাস আরো সুন্দরভাবে তুল ধরতে হবে। আমরা অতীতকে ভুলে যাই। এবার আর বৈালার সুযোগ নেই। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থ্যা করতে হবে।
পুরস্কার বিতরণী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুস সালাম, বাংলাদেশ জাতীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং নিটোর পরিচালক ডা. মোহাম্মদ আবুল কেনান উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি তো করেন ডা. এসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব, নিটোর সভাপতি শামসুল আলম, নিটোর শাখার সাধারণ সম্পাদক ডা. শেখ মোহাম্মদ আতিকুর রহমান।

এমএসএম / এমএসএম

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনও সংশয় নেই

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে

চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন

আগামী নির্বাচনে বিএনপিই রাষ্ট্রক্ষমতায় যাবে : আমান উল্লাহ আমান

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন: ডা. জাহিদ

মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি : বিএনপি

তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন তারেক রহমান : রিজভী

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

বিএনপির মনোনয়ন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : রিজভী

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর