ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নববর্ষের বার্তায় যা বললেন এরদোয়ান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ১২:২৭

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নববর্ষের বার্তায় সিরিয়া ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়া ও ফিলিস্তিনে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির নতুন যুগ সৃষ্টিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে তুর্কি। ২০২৪ সালের শেষ দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় এরদোয়ান এসব কথা বলেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্সির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বার্তাটি প্রচার করা হয়। এতে আগামী বছরের জন্য তুর্কি প্রশাসনের অগ্রাধিকার বিষয়ের রূপরেখা দেওয়া হয়েছে। এরদোয়ান বলেন, নতুন যুগ সিরিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির দ্বার উন্মুক্ত যেন করে তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেব। এ সময় তিনি গাজা ও ফিলিস্তিনের দীর্ঘস্থায়ী সংকটের সমাধান, সহিংসতা বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি বলেন, গাজাসহ অন্যান্য ফিলিস্তিনি ভূখণ্ডে ১৫ মাস ধরে যে গণহত্যা চলছে তা বন্ধ করতে এবং সেখানেও শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ ছাড়া প্রেসিডেন্ট আঞ্চলিক পুনর্গঠন ও শান্তি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তুর্কির অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছেন। প্রথমে অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার কথা তুলে ধরে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অটল থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আসন্ন সময়ে আমরা সন্ত্রাসমুক্ত তুর্কি এবং সন্ত্রাসমুক্ত এতদ অঞ্চল চাই। আমাদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য দৃঢ়সংকল্পবদ্ধ। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
এরদোয়ান বলেন, তুরস্ক আশা করে- তার দেশের উত্তরাঞ্চলেও ২০২৫ সালে একটি নতুন যুগ শুরু হবে। আমাদের প্রতিবেশী রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটি একটি ন্যায্য শান্তি স্থাপনের মাধ্যমে শেষ হবে। নতুন বছর এটিও আমাদের অগ্রাধিকারে রয়েছে।এদিকে নববর্ষের বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ২০২৫ সালের নববর্ষের বার্তায় বলেছেন, কেউ তাইওয়ানের সাথে চীনের পুনর্মিলন ঠেকাতে পারবে না। তাইওয়ান প্রণালির দুই পাশের আমরা চীনারা এক এবং একই পরিবারের। আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন কেউ কখনো ছিন্ন করতে পারবে না।
তিনি আরও বলেন, মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক গতিকে কেউ আটকাতে পারবে না।

 

Aminur / Aminur

ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

বিশ্বের দীর্ঘতম রাস্তা : ৩০ হাজার কিলোমিটার পথ, নেই কোনো ইউ-টার্ন!

গাজার ধ্বংসস্তূপ থেকে এক দিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার

ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭

পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭

সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন

ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান

মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়

২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের