ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নববর্ষের বার্তায় যা বললেন এরদোয়ান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ১২:২৭

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নববর্ষের বার্তায় সিরিয়া ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়া ও ফিলিস্তিনে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির নতুন যুগ সৃষ্টিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে তুর্কি। ২০২৪ সালের শেষ দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় এরদোয়ান এসব কথা বলেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্সির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বার্তাটি প্রচার করা হয়। এতে আগামী বছরের জন্য তুর্কি প্রশাসনের অগ্রাধিকার বিষয়ের রূপরেখা দেওয়া হয়েছে। এরদোয়ান বলেন, নতুন যুগ সিরিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির দ্বার উন্মুক্ত যেন করে তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেব। এ সময় তিনি গাজা ও ফিলিস্তিনের দীর্ঘস্থায়ী সংকটের সমাধান, সহিংসতা বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি বলেন, গাজাসহ অন্যান্য ফিলিস্তিনি ভূখণ্ডে ১৫ মাস ধরে যে গণহত্যা চলছে তা বন্ধ করতে এবং সেখানেও শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ ছাড়া প্রেসিডেন্ট আঞ্চলিক পুনর্গঠন ও শান্তি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তুর্কির অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছেন। প্রথমে অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার কথা তুলে ধরে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অটল থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আসন্ন সময়ে আমরা সন্ত্রাসমুক্ত তুর্কি এবং সন্ত্রাসমুক্ত এতদ অঞ্চল চাই। আমাদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য দৃঢ়সংকল্পবদ্ধ। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
এরদোয়ান বলেন, তুরস্ক আশা করে- তার দেশের উত্তরাঞ্চলেও ২০২৫ সালে একটি নতুন যুগ শুরু হবে। আমাদের প্রতিবেশী রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটি একটি ন্যায্য শান্তি স্থাপনের মাধ্যমে শেষ হবে। নতুন বছর এটিও আমাদের অগ্রাধিকারে রয়েছে।এদিকে নববর্ষের বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ২০২৫ সালের নববর্ষের বার্তায় বলেছেন, কেউ তাইওয়ানের সাথে চীনের পুনর্মিলন ঠেকাতে পারবে না। তাইওয়ান প্রণালির দুই পাশের আমরা চীনারা এক এবং একই পরিবারের। আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন কেউ কখনো ছিন্ন করতে পারবে না।
তিনি আরও বলেন, মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক গতিকে কেউ আটকাতে পারবে না।

 

Aminur / Aminur

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা

ভারতে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

বেইজিংয়ে সি চিনপিং ও কম্বোডিয়ার রাজার সৌহার্দ্যপূর্ণ বৈঠক

বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন

গাজায় নিহত আরও ৬৪, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের

চলতি বছরেই কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের চাপে দিশেহারা ভারতীয় ব্যবসায়ীরা

গাজায় একদিনে নিহত ৮৬, মোট প্রাণহানি ছাড়াল ৬২ হাজার ৭০০

এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

ব্রিটেনে উড়োজাহাজ বিধ্বস্ত

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র