২৬ বছর আগে আমিরকে লেখা উর্মিলার চিঠিতে কী ছিল?
১৯৯৫ সালে অর্থাৎ ২৬ বছর আগে আমির খানের বিপরীতে ‘রঙ্গিলা’ ছবিতে অভিনয় করেছিলেন উর্মিলা মাতন্ডকর। আমির তখন বলিউডের বড় তারকা, অন্যদিকে প্রধান চরিত্রে অভিনয় করা উর্মিলা একেবারেই নতুন। সে সময় ‘রঙ্গিলা’র শুটিং শেষে ডাবিংয়ের সময় আমিরের ভক্ত হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তাকে চিঠিও লিখেছিলেন।
সম্প্রতি ‘ডান্স দিওয়ানে থ্রি’ রিয়ালিটি শো-তে হাজির হয়ে সে কথাই প্রকাশ করলেন উর্মিলা। কালার্স টিভির ইনস্টাগ্রাম পেজে শো-এর একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। এ সময় এক প্রতিযোগীর প্রশংসা করতে গিয়ে স্মৃতির পাতা থেকে আমিরকে চিঠি লেখার গল্প ভাগ করে নেন তিনি।
অভিনেত্রী বলেন, ‘খুব অল্প মানুষ জানেন, যখন আমি ‘রঙ্গিলা’র জন্য ডাবিং করছিলাম, তখন আমিরের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাই। আমি তাকে একটা চিঠিও লিখেছিলাম। তাতে লেখা ছিল, ‘এই পারফরম্যান্সের পর তুমি অনেক ভক্তের চিঠি পাবে এবং পুরস্কারও পাবে। আমি তোমার প্রথম ভক্ত।’
ওই বছর ‘রঙ্গিলা’য় আমির খান তার অভিনয়ের জন্য সত্যিই প্রশংসিত হয়েছিলেন সমালোচক এবং ভক্তদের কাছে। সে বছর ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতা বিভাগেও মনোনীত হয়েছিলেন। কিন্তু শাহরুখ খানের কাছে হেরে যান। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন কিং খান।
এদিকে, চলতি সপ্তাহেই ডান্স রিয়ালিটি শো ‘ডান্স দিওয়ানে থ্রি’র সেটে অতিথি বিচারক হিসেবে উপস্থিত হতে চলেছেন উর্মিলা মাতন্ডকর। শুটিংও সেরে ফেলেছেন। নীল রঙের জাম্পশ্যুট পরে শুটিংয়ে আসেন অভিনেত্রী। বলিউডের জনপ্রিয় একটি গানে তাকে পারফর্ম করতেও দেখা যায়।
প্রীতি / প্রীতি
কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি : ঋতুপর্ণা
কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড
এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস