ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

খুব সহজে তৈরি করুন মজাদার ডিম কোরমা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ৩:২

চাইলে আপনি ডিম দিয়ে রান্না করতে পারেন কোরমা। চলুন রেসিপি দেখে জেনে নিই, যেভাবে রান্না করতে হয় মজাদার ডিমের কোরমা।

রান্না করতে যা লাগবে

সিদ্ধ করা ডিম ৫টি

পেঁয়াজকুঁচি আধাকাপ

পেঁয়াজ বেরেস্তা আধাকাপ

আদাবাটা আধা টেবিল চামচ

রসুনবাটা আধাটেবিল চামচ

ধনেগুঁড়া ১ চা চামচ

ভাজা জিরাগুঁড়া ১ চা চামচ

মরিচগুঁড়া আধা চা চামচ

টক দই ৪ চা চামচ

নারিকেলের দুধ ১ কাপ

ঘি ১ টেবিল চামচ

কাঁচামরিচ ১০টি বা স্বাদ অনুযায়ী

তেজপাতা দুটি, এলাচ তিনটি

দারুচিনি দুটি

কিশমিশ ৩-৪টি

তেল এক কাপের চার ভাগের এক ভাগ।

যেভাবে রান্না করবেন

প্রথমে পরিবেশনের জন্য কিছু পেঁয়াজ ও বেরেস্তা রেখে, বাকি বেরেস্তার সঙ্গে দই দিয়ে ব্লেন্ডারে মিশিয়ে নিন। তেল একটু গরম করে সিদ্ধ ডিমগুলো ভেজে আলাদা রাখুন। এবার এই তেলেই তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে পেঁয়াজ হালকা ভেজে নিন। এরপর আদাবাটা, রসুনবাটা আর লবণ দিন। ভাজা ভাজা হলে ধনেগুঁড়া, ভাজা জিরাগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে পানি দিন। সঙ্গে পেঁয়াজ-বেরেস্তা, দইয়ের মিশ্রণ, নারিকেলের দুধ, কাঁচামরিচ ফালি দিয়ে দিন। ভাজা ডিম সঙ্গে ঘি এবং কিশমিশ দিয়ে ঝোল হালকা ঘন হওয়া পর্যন্ত রান্না করতে থাকুন। রান্না শেষ হলে নামিয়ে বেরেস্তা ছড়িয়ে পোলাও অথবা ভাতের সাথে পরিবেশন করুন।

প্রীতি / প্রীতি