সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশ নেবে না এমন কথা আমি বলিনি : টুকু

জন্মের পর থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু জুবায়ের হোসেন (৮)। জন্মের ছয় মাস পড়ে নিশ্চিত হয় ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। বাবা সাইদুল ইসলাম স্ত্রী ও জটিল রোগে আক্রান্ত সন্তানকে রেখে পালিয়ে যায়।
দরিদ্রতা আর অর্থের অভাবে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু সঠিক চিকিৎসা করাতে না পেরে মৃত্যুর সাথে লড়াই করছে ৮ বছরের জুবায়ের। তার শরীরে প্রতি মাসে ২ ব্যাগ O+ রক্ত দিতে হয়। প্রয়োজন দ্রুততম সময়ে উন্নত চিকিৎসার। এতে সময়মতো অপারেশন করতে পারলে সুস্থ হতে পারে, প্রায় এক লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন চিকিৎসক। অথচ অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করা মায়ের সেরকম সামর্থ্য নেই।
এ অবস্থায় আর্থিক সাহায্য প্রয়োজন। একমাত্র শিশু সন্তানকে বাঁচাতে দেশ ও সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন অসহায় পরিবারটি।
থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু জুবায়ের হোসেন এর নানার বাড়ী টাঙ্গাইলের মধুপুর উপজেলা বেরিবাইদ ইউনিয়নের মাগন্তিনগর চৌরাস্তার গ্রামে। মা আরিফা খাতুন ১ ছেলে ও ৬ মাসের ১ মেয়ে।
জুবায়ের হোসেন পারিবারিক সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। তার জন্য একটি অপারেশন লাগবে।
এরপর নিরুপায় অসহায় পরিবারটি। পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশন সম্পন্ন করতে প্রায় লক্ষাধিক টাকার বেশি খরচ হবে বলে জানান চিকিৎসকেরা। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে সন্তানকে ফিরিয়ে নিয়ে আসেন বাড়িতে। শিশুর এমন অবস্থায় গৃহপরিচারিকা মা'র চোখের সামনে যেন সন্তানের মৃত্যু দেখছেন। শিশুটির মা আরিফা খাতুন সকালের সময়'কে বলেন, বর্তমানে জুবায়ের বয়স ৮ বছর। আমার ছেলের জন্মগতভাবেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। জন্মের পর থেকেই তার চিকিৎসা করতে করতে নিঃস্ব হয়ে পড়েছি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। এখন চোখের সামনেই আমার ছেলে দিন দিন বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। এর চেয়ে একজন মায়ের কষ্টের কি থাকতে পারে? তাই সমাজের বিত্তবানদের কাছে আমার সন্তানের চিকিৎসার জন্য সাহায্য চাই।
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, তার দ্রুত অপারেশন প্রয়োজন। এই অপারেশনে ব্যয় হবে প্রায় লক্ষাধিক টাকার মতো। যেহেতু তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না তাই এ অবস্থায় অন্যদের সাহায্য ছাড়া জুবায়ের চিকিৎসা প্রায় অসম্ভব।
মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন বলেন, আসলে এই বিষয়ে তাদেরকে একটা আবেদন জমা দিতে বলেন। দেখি আমি তাদের জন্য কতটুকু কী করতে পারি। সমাজসেবা বরাবর একটি লিখিত আবেদন দিলে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। তারপরে ৫০ হাজার টাকার একটা অনুদান দেওয়া যাবে তাদেরকে।
এমএসএম / এমএসএম

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনও সংশয় নেই

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে

চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন

আগামী নির্বাচনে বিএনপিই রাষ্ট্রক্ষমতায় যাবে : আমান উল্লাহ আমান

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন: ডা. জাহিদ

মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি : বিএনপি

তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন তারেক রহমান : রিজভী

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

বিএনপির মনোনয়ন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : রিজভী
