ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মামা আসবেন তাই সরে গেলেন ভাগ্নে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ৩:২১

কথায় আছে, মামা-ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। কিন্তু অভিনেতা গোবিন্দ ও তার ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের ক্ষেত্রে কথাটি খুব একটা খাটে না। মামা-ভাগ্নের তিক্ততায় বিপদে পড়েছেন কমেডিয়ান কপিল ও তার টিম।

‘দ্য কপিল শর্মা শো’-এর নিয়মিত সদস্য ক্রুষ্ণা। এই শোয়ের পরবর্তী পার্বে অতিথি হিসেবে হাজির হবেন গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা। কিন্তু এই খবর পেয়েই সেই পর্ব থেকে সরে গেছেন ক্রুষ্ণা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

ক্রুষ্ণা জানান, গত ১৫ দিন ধরে মধ্যপ্রদেশের রায়পুরে নতুন একটি সিনেমার শুটিং করছেন তিনি। ‘দ্য কপিল শর্মা শো’-এর জন্য অনেক ঝামেলা করে শিডিউল ঠিক করেছিলেন। কিন্তু যখন জানতে পারেন— অতিথি হিসেবে গোবিন্দ আসবেন তখনই সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন তিনি।

ক্রুষ্ণা অভিষেকের ভাষায়, ‘আমি তাদের মুখোমুখি হতে চাইছি না, তারাও আমার মুখোমুখি হতে চাইছেন না। তার থেকে এই ভালো। এর ওপর এটা কমেডি শো। তারা কোন কথায় কী মনে করে ফেলবেন। হয়ত সামান্য কথায় পরিস্থিতি আরো ঘোলা হয়ে উঠবে। আমি চাই না গোবিন্দজির সঙ্গে আমার সম্পর্কের জটিলতার জেরে কপিল এবং তার টিমের সঙ্গে তার সম্পর্ক খারাপ হোক। তাই সেসব ভেবেই পর্বটির শুটিং থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

গোবিন্দ ও ক্রুষ্ণার তিক্ততার শুরু ‘দ্য ড্রামা কোম্পানি’ শোয়ের সময় থেকে। এই শোয়ের প্রযোজকদের ঘনিষ্ঠ ছিলেন গোবিন্দ ও সুনিতা। তাদের অনুরোধেই শোয়ে অতিথি হয়ে আসতে রাজি হন তারা। কিন্তু সেই সময় ক্রুষ্ণার স্ত্রী কাশ্মিরা শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, ‘টাকা নিয়ে মঞ্চে নাচার লোকজন।’ সবার ধারণা, গোবিন্দ-সুনিতাকে উদ্দেশ্য করেই পোস্টটি করেন কাশ্মিরা। গোবিন্দ-সুনিতাও নিশ্চিত ছিলেন, পোস্টটি তাদের উদ্দেশেই। এরপর ক্রুষ্ণার সঙ্গে সম্পর্ক রাখেননি তারা। 

প্রীতি / প্রীতি

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী

ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!