ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২২-১-২০২৫ রাত ১০:৫৫

দেশে জনগণের নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরেই নানান আলোচনা-সমালোচনা চলছে। কারণ, দেশে ছিনতাই-অপহরণ বেড়ে গেছে। তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশবাসীরা। এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনা । মঙ্গলবার (২১ জানুয়ারি) ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেছেন নিঝুম। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন এই চিত্রনায়িকা।

এ প্রসঙ্গে গণমাধ্যমে নিঝুম বলেন, আমি ড্রাইভিং পারি না এবং আমার স্বামীও বাসায় ছিল না। তাই নিজের গাড়ি রেখে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন প্রায় ৮০ থেকে ১০০ স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল চালক।

গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন নায়িকা নিঝুম বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমাকে এখানেই নামিয়ে দিতে বলি। তখন সে আমাকে বলে চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করি। কিন্তু কারও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।

প্রশ্ন রেখে তিনি আরও বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত? প্রসঙ্গত, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামে সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে ‘দুই মা’ এবং ‘বন্ধু তুই আমার’ নামের দুটি সিনমোয় কাজ করছেন নিঝুম।

এমএসএম / এমএসএম

নোরা ফাতেহির মৃত্যুর গুজব, যা জানাল অভিনেত্রীর টিম

ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া

‘রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে ভাতে মারা হয়েছিল’

আগামী ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘দায়মুক্তি’

হিনাকে নিয়ে বিরূপ মন্তব্য : প্রাণনাশের হুমকি রোজলিনকে

এবার বইমেলায় সিফাত নুসরাতের "রুহি"

গাউনে মুগ্ধতা ছড়াচ্ছেন পিয়া জান্নাতুল

প্লিজ ভিডিও করবেন না : কেয়া পায়েল

প্লিজ ভিডিও করবেন না : কেয়া পায়েল

চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিকে সংবর্ধনা

ভারতীয় নায়িকার মন ভাঙলেন পাকিস্তানি অভিনেতা

শারীরীক সৌন্দর্য নিয়ে ব্যস্ত মেহজাবীন মেহা

ডান্স কোরিওগ্রাফার সৃজন এবার মিউজিকাল মডেল