ঢাকা রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

প্রেক্ষাগৃহে আসছে ‘দায়মুক্তি’


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ৩:২১

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা ‘দায়মুক্তি’। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। সিনেমাটি পরিচালনা করেছেন অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক বদিউল আলম খোকন। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর প্রযোজক জসিম উদ্দিন।

সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘আমি আর দিলারা ভাবী অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত আমার এই সিনেমায় কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

দিলারা জামান বলেন, ‘হায়াত ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। দায়মুক্তি সিনেমায় কাজ করার মধ্যদিয়ে সিনেমাতেও একসঙ্গে কাজ করা হলো আমাদের। গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমাতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে ভালোভাবে অভিনয় করার চেষ্টা করেছেন। আমি আশাবাদী দায়মুক্তি নিয়ে। বাকিটা আসলে দর্শকের আগ্রহের উপর নির্ভর করছে।’

পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর সন্তান হিসাবে মা-বাবার প্রতি আমাদের দায়িত্বটা কি তার একটা সুন্দর গল্প এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি আশা করছি, সবার ভালো লাগবে।’

‘দায়মুক্তি’ সিনেমায় মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় গায়ক মনির খান। গানটি জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের লিপে দর্শক উপভোগ করবেন। ২০১৭ সালে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়।

এমএসএম / এমএসএম

নতুন বছরের ধামাকা: বঙ্গ-তে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ৮

বাংলাদেশি ঐতিহ্যের বিশ্বস্বীকৃতি ছড়িয়ে দিতে নিউইয়র্কে পিয়াল হোসেনের ফ্যাশন ফেস্ট

টাইমসটুডে-তে ডিজিটাল মিডিয়া প্রধান হিসেবে যোগদান সিফাত তন্ময়ের

পিয়াল হোসেনের আয়োজনে নিউইয়র্কে দেশীয় ফ্যাশন

৩০ বছরের পুরোনো গান দিয়ে মারিয়া ক্যারির অনন্য রেকর্ড

‘আপনাদের ভালোবাসা চাই’

হুগো শাভেজ-চমস্কি আমার বাবার বন্ধু ছিলেন : মেঘনা আলম

অভিনয় ছাড়ার কারণ জানালেন প্রসূন আজাদ

রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী

নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে : হিনা খান

‘সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিতে পারেন’

চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না : জয়া আহসান

আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান