ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সিনেমা নির্মাণ অনেক কঠিন বিষয় : দীপিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৩:১১

বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটিতে তিনি শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এছাড়া দীপিকার হাতে ‘৮৩’, ‘ফাইটার’সহ বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমার কাজ রয়েছে। পাশাপাশি ক’দিন আগেই তিনি এসটিএক্স ফিল্মসের সঙ্গে যুক্ত হয়েছেন। যেখান থেকে তার ক্যারিয়ারের দ্বিতীয় হলিউড সিনেমা শুরু করার কথাও রয়েছে।

তবে এত এত সিনেমার আলোচনার বাইরে শুটিংসেটে নিজের পছন্দ-অপছন্দের ব্যাখ্যা দিয়ে শিরোনামে এলেন তিনি। দীপিকা বলেন, ‘আমি শুটিং করার জন্য সবসময়ই একটি ভালো টিম খুঁজি। কারণ সিনেমা নির্মাণ অনেক কঠিন বিষয়। যদিও সবসময় মনের মতো টিমের সঙ্গে কাজ করা হয়ে ওঠে না। ভালো-খারাপ, সব টিমের সঙ্গেই কাজ করতে হয়। তাছাড়া প্রতিদিন একইভাবে কাটবে না, বিষয়টি তেমনও না। তবে আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। ভালো টিমের সঙ্গে কাজ করলে নিজের খারাপ সময়ও কাটিয়ে ওঠা সহজ হয়।’

নিজের নতুন সিনেমা নিয়ে তিনি আরো বলেন, ‘ভিন্ন ভিন্ন গল্পের কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে। এর মধ্যে পাঠান সিনেমার শুটিং এরইমধ্যে শুরু করেছি। আশা করছি শাহরুখের সঙ্গে দারুণ একটি সিনেমা ভক্তদের উপহার দিতে পারব। বরাবরের মতো এবারো আমাদের জুটি তারা ভালোবেসে গ্রহণ করবেন বলে বিশ্বাস করি। তাছাড়া ক্যারিয়ারের আরো একটি সাফল্য যোগ হতে যাচ্ছে, এটা নিঃসন্দেহে বলতে পারি।’

প্রীতি / প্রীতি

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী

ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!