ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

গাজায় সেনা পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২৫ দুপুর ২:৪

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সেখানে সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাজধানী ওয়াশিংটনে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন— গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র এবং নিকট ভবিষ্যতেই তা ঘটবে। এ সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, গাজা দখলের জন্য সেখানে মার্কিন সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তার রয়েছে কি না। জবাবে ট্রাম্প বলেন, “গাজার ক্ষেত্রে, যা প্রয়োজন হয়—আমরা করব। যদি এটির (সেনা পাঠানো) প্রয়োজন হয়, আমরা করব। আমরা ভূখণ্ডটিকে উন্নত করতে চাই এবং আমাদের দখলে আনতে চাই; এক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেসব নেওয়া হবে। “গাজায় হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। ভূখণ্ডটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার পর সেটিকে ভূখণ্ডকে এমনভাবে আমরা পুনঃনির্মাণ করব যে পুরো মধ্যপ্রাচ্য গাজার জন্য গর্ব অনুভব করবে।”
প্রসঙ্গত, গাজা দখলের জন্য মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সেনা পাঠানোর পরিকল্পনা বিশেষভাবে লক্ষ্যণীয় একটি বিষয়, কারণ ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধের জন্য মার্কিন সেনাদেরকে বিদেশে পাঠানো বন্ধ করা হবে। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার ওয়াশিংটনে গিয়েছেন নেতানিয়াহু। যে সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব বক্তব্য দিয়েছেন, সেখানেও ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন তিনি। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দশকের পর দশক ধরে চলা সংঘাতের অবসান দেখতে চান তিনি।
“হত্যাকাণ্ড শুরু হলো এবং তার সঙ্গে অন্যান্য সমস্যাও শুরু হলো এবং দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের পর আপনি দেখলেন, যেখান থেকে আপনি শুরু করেছিলেন— এখনও সেখানেই আছেন। আমরা চাই না বার বার এর পুনরাবৃত্তি হোক। “আমার মনে হয় সামনে আমরা মহান কিছুর রক্ষক হতে যাচ্ছি, এমন কিছু, যা খুবই শক্তিশালী, খুবই দৃঢ় এবং শুধু ইসরায়েলের জন্যই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য খুব, খুব মঙ্গলজনক।”

 

Aminur / Aminur

মারা গেছেন মানবহিতৈষী আগা খান

গাজায় সেনা পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন মোদি, বৈঠক করবেন ট্রাম্পের সঙ্গে

কানাডা-মেক্সিকো-চীনের নেতাদের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের

গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল, নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের তথ্য

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে ঢাকা

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে মেক্সিকোও

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের

গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল, নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের তথ্য

ওয়াশিংটনের রেশ না কাটতেই ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ-ভারত সীমান্তকে অপরাধমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি