ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিচ্ছেদের পর বিধ্বস্ত অ্যাঞ্জেলিনা জোলি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৪:১০

বিবাহবিচ্ছেদ হয়েছে বহু আগে। এখনও সন্তানদের হেফাজত নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট । সম্প্রতি, ব্র্যাড পিটের সঙ্গে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন অ্যাঞ্জেলিনা। অভিনেত্রীর কথায়, ব্র্যাড পিটের সঙ্গে বিয়ের সময় তিনি তার এবং পরিবারের নিরাপত্তা নিয়ে ভয়ে ছিলেন। এও জানান, বিবাহবিচ্ছেদ তাকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে।

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট ২০১৪ সালে বিয়ে করেন। যদিও তার আগে তারা ১০ বছর ধরে সম্পর্কে ছিলেন। ২০১৬ সালে অ্যাঞ্জেলিনা বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তিন বছর বাদে ২০১৯ সালে হয় তাদের আইনি বিচ্ছেদ। সাবেক এ দম্পতির ৬ সন্তান রয়েছে- ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ ভিভিয়েন ও নক্স।

আপাতত অ্যাঞ্জেলিনা ও ব্র্যাডের মধ্যে সন্তানদের হেফাজত নিয়ে লড়াই চলছে। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ‘তিনি কি বিয়ের সময় তার সন্তানদের নিয়ে ভয়ে ছিলেন? উত্তরে অ্যাঞ্জেলিনা বলেন, ‘হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম আমার পরিবারের জন্য।’

অভিনেত্রী জানান, এখন যেহেতু আইনি লড়াই চলছে, তাই তিনি এ বিষয়ে বিস্তারিত কথা বলতে পারবেন না। তবে অভিনেত্রী এটুকু বলেন, বিচ্ছেদের সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। বিচ্ছেদ তাকে বিধ্বস্ত করে দিয়েছিল।

অ্যাঞ্জেলিনা আরও বলেন, ‘আমার এই সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। কারণ এর মাধ্যমে শুধু আমাকেই নয়, আমার সন্তানদের তাদের বাবার কাছ থেকে আলাদা হতে হবে। তবে আপনার চারপাশে যা কিছু ঘটুক না কেন, পরিবার যেন শান্তিতে থাকে। ব্র্যাড জীবনে এগিয়ে গেছেন ঠিকই, কিন্তু আমরা একটা পরিবার।’

প্রীতি / প্রীতি

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী

ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!