ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাবেন পরীমণি?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ২:৪৩

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় এক নম্বরেই আছেন তিনি। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন সাকিব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজেও ঝলক দেখাচ্ছেন তিনি।

সব মাধ্যম মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা মনে করা হয় সাকিব আল হাসানকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি বেশ জনপ্রিয়। ফেসবুকে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি প্রায় দেড় কোটি ফলোয়ার সাকিব আল হাসানের।

তবে এই মুহূর্তে ফলোয়ারের দিক থেকে সাকিব আল হাসানের কাছাকাছি চলে এসেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। অর্থাৎ ফেসবুক ফলোয়ারের দিক থেকে সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছেন ঢালিউডের এই সুন্দরী নায়িকা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এই রিপোর্ট লেখা পর্যন্ত ফেসবুক পেজে সাকিব আল হাসানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ২০১। অন্যদিকে পরীমণির ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৮৫ জন।

তার আগে পরীমণি ফলেয়ার সংখ্যায় ছাড়িয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটের আরেক বড় তারকা, মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকে। এই উইকেট কিপার ব্যাটসম্যানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৭১৯ জন।

গত কয়েক মাসে ফলোয়ার বাড়ার হারে সাকিবের চেয়েও এগিয়েছিলেন পরীমণি। জানা যায়, চলতি বছরের জুনের প্রথম দিকেও ‘স্বপ্নজাল’ নায়িকার ফলোয়ার সংখ্যা ছিলো ১ কোটি ১৭ লাখ। ৭ জুনের বোটক্লাব কাণ্ড ও ৪ আগস্ট র‌্যাবের হাতে আটক হয়ে বেশ আলোচনায় ছিলেন পরী। ফলে এই তিন মাসে তার ফলোয়ারও বেড়েছে অনেক।

এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারেন পরীমণি? ফলোয়ার টাইগার অলরাউন্ডারকে ঢালিউডের সুন্দরী নায়িকা ছাড়িয়ে যেতে পারেন কীনা সেটাই এখন দেখার বিষয়!

এমএসএম / এমএসএম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী

ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!