‘দ্য রিমান্ড’ মুক্তির নির্দেশনা চেয়ে রিট
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তৈরি চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’র বিশেষ প্রদর্শনী অনুমোদন না দেওয়ার ঘটনায় রিট দায়ের করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলালের পক্ষে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন চৌধুরী।
রিটে তিনদিনের মধ্যে ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ভাইস চেয়ারম্যান ও উপ-পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এ সংক্রান্ত বিষয়টি মঙ্গলবার (১৭ মার্চ) উপস্থাপন করা হলে শুনানির জন্য বুধবার (১৯ মার্চ) দিন ঠিক করেন হাইকোর্ট।
আজ হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ঠিক করেন। আদালতে আজ বিষয়টি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন চৌধুরী।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ২০২৪ সালের ৩০ ডিসেম্বর চলচ্চিত্রটির পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন। কিন্তু অদ্যাবধি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ স্বৈরাচারীর প্রেতাত্মারা সার্টিফিকেশন সনদপত্র ইস্যু করছেন না। এরপরে চলচ্চিত্র প্রদর্শনীর অনুমোদনে আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি পরপর দুবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কিন্তু এ বিষয়ে কোনো সাড়া না দেওয়ায় আমরা রিট আবেদন করি।
প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘বাংলার জমিনে এবং বাঙালি জীবনে এক অভূতপূর্ব ঘটনা আগস্ট ২০২৪। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত ও অনিবার্য আন্দোলনের ঘটনাবলির প্রেক্ষাপটে রেড পোস্ট ক্রিয়েশনের ব্যানারে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’। ২০২৪ আন্দোলনে ছাত্র-জনতার বীরত্ব ও তার ইতিবৃত্ত এ চলচ্চিত্রে উপস্থাপন করা হয়েছে।’
ছাত্র-জনতার আন্দোলনে ঐতিহাসিক গণবিস্ফোরণ ও গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রক্তস্নাত বাংলাদেশে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’র সনদপত্র ইস্যুর ক্ষেত্রে কর্তৃপক্ষ শীত-নিদ্রা যাপন করে- বর্তমানে বসন্ত নিদ্রায় অবচেতন হয়ে পড়ে আছেন। এ কারণে বিষয়টি নিয়ে আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি। সার্টিফিকেশন সনদপত্র ইস্যুর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য আদালতের কাছে নিবেদন পেশ করেছি।
‘দ্য রিমান্ড’ সিনেমার অন্যতম চরিত্র রূপায়ন করেছেন পারভেজ আবির চৌধুরী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন—জাকিয়া বারী মম, সালহা খানম নাদিয়া, লুৎফর রহমান জর্জ, কাজী হায়াৎ, মারুফ আকিব প্রমুখ।
এমএসএম / এমএসএম
টাকা ফেরতের চাপ, আদালতে যাওয়ার ইঙ্গিত তিশার
এই শূন্যতা পূরণ হওয়ার নয় : অমিতাভ
চোটকে পাত্তা না দিয়ে প্রযোজকের ক্ষতির কথাই ভাবলেন শ্রদ্ধা
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
রুক্মিণীর জন্য পাত্র চেয়ে পোস্টার, শহরজুড়ে কৌতূহল!
দেবের সঙ্গে রোম্যান্স হবে, ভাবতেও পারেননি জ্যোতির্ময়ী!
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি
মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’
আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়
শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’