ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

অষ্টম বর্ষে পদার্পণ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৫ দুপুর ৩:৩৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সপ্তম বর্ষ পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান নিয়ে ২০১৮ সালের ০৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি। 

আহ্বায়ক কমিটির ০৯ জন সদস্য নিয়ে যাত্রা করে সাংবাদিক সংগঠনটি। যাত্রা শুরুর পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য প্রশংসিত সংগঠনটির সঙ্গে বর্তমানে ২৫ জন সদস্য কাজ করছেন। পাশাপাশি রয়েছে ১৫ জনের অধিক সহযোগী সদস্য।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, 'ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। আজ তার ৭ম বছর পূর্তির দিনে এসে প্রাপ্তি অনেক। প্রত্যাশা থাকবে ক্লাবের সত্য প্রকাশের সাহসী যাত্রা সামনে আরও বেগবান হবে। প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে ক্লাবের একঝাঁক তরুণ, পরিশ্রমী, দৃরচেতা ও মেধাবী সংবাদকর্মী। তাদের এই সত্য প্রকাশের প্রচেষ্টা সফল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ক্যাম্পাসের প্রসার এবং প্রচারে মুখ্য ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকটে প্রেস ক্লাব পাশে আছে ও থাকবে। বিশ্ববিদ্যালয় বিশ্বমানের কাজ করুক আর তার প্রচারে মুখ্য ভূমিকা পালন করবে প্রেস ক্লাব। ক্লাবের আগামী আরও সুন্দর ও সাফল্য মণ্ডিত হোক।'

প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে সংগঠনটির বর্তমান সভাপতি ইমতিয়াজ হাসান রিফাত বলেন, '২০১৮ সালের ০৪ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব 'সর্বদা সত্যের সন্ধানে' স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে গিয়ে গত ৭ বছরে বিভিন্ন চড়াই-উতরাই পার করে আজ ৮ম বর্ষে পদার্পন করেছে। সকল বাধা উপেক্ষা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে এসেছে এবং করছে। 'সর্বদা সত্যের সন্ধানে' স্লোগানকে ধারণ করেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব আরও যুগ যুগ ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাবে এই কামনা করছি।'

এমএসএম / এমএসএম

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার