ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

হাউজ নং ৯৬’-এ নতুন চমক সাবিলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ৪:৩৫

অল্প সময়েই তুমুল জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৯৬’-এ এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এ নাটকটির নতুন পর্বে অংশ নিয়ে গতকাল শুটিং শেষ করেছেন সাবিলা।

নাটকটিতে সাবিলাকে দেখা যাবে মুন্নি চরিত্রে, যিনি কিনা একটি লাইফ ইনস্যুরেন্স কোম্পানির একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন।

নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ‘নাটকটির শুরু থেকেই প্রতি পর্বে চেষ্টা করেছি চমক রাখার কিংবা নতুনত্ব রাখার। এখন পর্যন্ত নাটকটিতে অনেক শিল্পীর সমাবেশ দেখা গিয়েছে। সেই ধারবাহিকতায় এবারও নতুন চমক হিসেবে থাকছে সাবিলা। তার চরিত্রটিও বেশ ইন্টারেস্টিং। আশা করি, দর্শকরা উপভোগ করবেন।’

সাবিলা নূর বলেন, ‘আমি ‘হাউজ নং ৯৬’-এর কিছু পর্ব দেখেছি, খুবই ইন্টারেস্টিং গল্প। আর হিমি ভাইয়ের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে, সেই জায়গা থেকে উনার সঙ্গে কাজ করতে বেশ কমফোর্ট ফিল করি বলা যায়। একটা সুন্দর গোছানো টিম আর সবার দারুণ সহযোগিতা আমি বেশ উপভোগ করি। আর এই নাটকটিতে আমার চরিত্রটাও বেশ মজার, সেটা দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।’

‘হাউজ নং ৯৬’ নাটকে আরও অভিনয় করছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।

এছাড়াও নাটকটির শুরুর দিক থেকে এখানে দেখা গিয়েছে আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শাহরিন, আফ্রি সেলিনা, তানজিন তিশা, মারজুক রাসেল, মনিরা আক্তার মিঠু, আল মামুন, সাফা কবির, এফ এস নাঈম, নীলাঞ্জনা নীলা, শবনম ফারিয়া, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ, ফজলুর রহমান বাবু প্রমুখ । তাদের বাইরেও নাটকটিতে রয়েছে তিনটি স্পেশাল চরিত্র মাশরুর ইনান, সাজ্জাদ হাসান রাজ ও তটিনী।

তাসদিক শাহরিয়ারের চিত্রনাট্যে নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে সম্প্রচার হচ্ছে এনটিভিতে।

প্রীতি / প্রীতি

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী

ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!