নুসরাতের ‘স্বামী’র সঙ্গে নতুন সমীকরণে শ্রাবন্তী
গত বছরের ৬ ফেব্রুয়ারি স্বামী নিখিল জৈনর সঙ্গে ‘ইউভ’ নামে একটি পোশাকের ব্র্যান্ড চালু করেন ওপার বাংলার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। রাঙ্গোলি ইন্ডিয়া নামে একটি সংস্থা থেকে ওই ব্র্যান্ডটি চালু করা হয়েছিল। যেটির সিইও নিখিল জৈন এবং নুসরাতকে করা হয়েছিল ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত। সংস্থাটির ওয়েবসাইটে কয়েক মাস আগেও জ্বলজ্বল করছিল নুসরাত জাহানের ছবি।
কিন্তু নিখিলের সঙ্গে তিক্ততার জেরে বদলে যায় সবকিছু। যে ইউভকে নিজের সন্তানসম বলেছিলেন নুসরাত, সেটির শুভেচ্ছাদূতের পদ থেকে ছেঁটে ফেলা হয় তাকে। যার কারণে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ইউভ-এর এক বছর পূর্তি অনুষ্ঠানে ডাকা হয়নি নুসরাতকে। তার বদলে অনুষ্ঠান আলোকিত করেছিলেন আরেক জনপ্রিয় ও আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইউভ-এর ওয়েবসাইটে এখন তারই ছবি শোভা পাচ্ছে।
অর্থাৎ, স্ত্রী নুসরাত জাহানকে বাদ দিয়ে শ্রাবন্তীকে ইউভ-এর শুভেচ্ছাদূত করেন নিখিল। সেই আয়োজনের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘নতুন সূচনা’। কয়েক মাস না যেতেই নিখিলের সেই পোশাক ব্যান্ডের জন্য ফটোশ্যুট করলেন শ্রাবন্তী। নিজেকে সাজিয়ে তুললেন কালো এবং বেগুনি রঙের লেহেঙ্গায়। খোলা চুল, লাল লিপস্টিকে তিনি যেন অপরূপা।
শ্রাবন্তীর এই ছবির ফটো ক্রেডিট দেখলে জানা যায়, নুসরাত জাহানের স্বামী নিখিল জৈনর বস্ত্র বিপণির পোশাক পরেছেন তিনি। তার রূপটানের দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষাল। ঘটনাচক্রে তিনিও নুসরাতের কাছের বন্ধু। নিখিল এবং নুসরাতের বিয়ের অনুষ্ঠানে তাদের সঙ্গে সন্দীপও উড়ে গিয়েছিলেন সুদূর তুরস্কে।
শ্রাবন্তীর ওই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন নিখিল। টলিউডের সঞ্জনা বন্দ্যোপাধ্যায়ও নিখিলের বস্ত্র বিপণির জন্য নিয়মিত ফটোশ্যুট করেন। কিন্তু সেই তালিকায় হঠাৎ শ্রাবন্তীর নাম যোগ হল কীভাবে? এ ব্যাপারে নিখিল গণমাধ্যমকে বলেছেন, ‘শ্রাবন্তী আমার ভালো বন্ধু। আমাদের পোশাকগুলো ওর ভালো লেগেছিল। তাই ও শ্যুট করেছে।’
এদিকে, শ্রাবন্তীর সঙ্গে নুসরাতের বন্ধুত্ব কারও অজানা নয়। মাঝেমধ্যেই একসঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা যায় তাদের। নুসরাত অন্তঃসত্ত্বা থাকাকালীন শ্রাবন্তী সব সময় তার পাশে ছিলেন। অথচ বিয়ে নিয়ে প্রকাশ্য বিতণ্ডার পরও শ্রাবন্তী তার বান্ধবীর স্বামীর সঙ্গে কাজ করলেন। বলাই যায়, পেশার খাতিরে নিখিলের সঙ্গে নতুন সমীকরণ তৈরি হল শ্রাবন্তীর। এ প্রসঙ্গে এখন নুসরাত কী বলেন, সেটাই দেখার।
প্রীতি / প্রীতি
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’
অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!
‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’