ঢাকা শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ শিশুসহ নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৪-২০২৫ দুপুর ১১:৩৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, স্পেনের পাঁচজন নাগরিকের পাশাপাশি ষষ্ঠ আরোহী ছিলেন পাইলট। শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যম বলছে, হেলিকপ্টারে একজন পাইলট ছাড়াও ছিলেন দুই প্রাপ্তবয়স্ক ও তিন শিশু। ওই পাঁচ যাত্রী স্পেন থেকে আমেরিকা ভ্রমণে যাওয়া একই পরিবারের সদস্য ছিলেন। নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের কাছে হাডসন নদীতে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে পর্যটকবাহী ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হন।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছে, বিধ্বস্ত হয়ে নদীতে পড়ার আগে ম্যানহাটনের আশপাশের আকাশে প্রায় ১৫ মিনিট উড্ডয়নরত অবস্থায় ছিল হেলিকপ্টারটি। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি টেইল রোটর বা প্রধান রোটর ব্লেইড ছাড়াই নদীর পানিতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ড্যানি হরবিয়াক নামের এক নারী এবিসি নিউজকে জানান, তিনি অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে হেলিকপ্টার পড়ার দৃশ্য দেখেছেন। তিনি বলেন, “আমি জোরে পাঁচ থেকে ছয়টি শব্দ শুনেছি, যেগুলো শূন্যে গুলি ছোড়ার মতোই। একইসঙ্গে টুকরাগুলোকে পড়তে দেখেছি।”

এরিক ক্যাম্পোভার্দ নামের আরেক প্রত্যক্ষদর্শী এবিসি নিউজকে বলেন, “আমি হাঁটছিলাম। সে সময় হেলিকপ্টারটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে পড়ে যায়।”

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, নিহতদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে পড়ে এবং তারপর হাডসন নদীতে পড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হেলিকপ্টারটি প্রায় ১৬ মিনিট ধরে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়।

এমএসএম / এমএসএম

দশম বারের মতো বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমালো পাকিস্তান

এবার ভেনেজুয়েলা থেকে তেল আনার ঘোষণা দিলেন ট্রাম্প

আমি এখনো প্রেসিডেন্ট, অপহরণ করা হয়েছে— মার্কিন আদালতে বললেন মাদুরো

জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প

ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হলো হাসপাতালে

জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প

‘ঠিকঠাক’ করার নামে অন্তত ১৮ মাস ভেনেজুয়েলা নিয়ন্ত্রণ করতে চান ট্রাম্প

মার্কিন আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি মাদুরোর

তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা হবে : ট্রাম্প

ভেনেজুয়েলায় হামলার জন্য ট্রাম্পকে শুভেচ্ছা নেতানিয়াহুর

মাদুরোকে ৫ মাস নিবিড় নজরদারিতে রেখেছিলেন মার্কিন গোয়েন্দারা