বাইফা চতুর্থ আসরের অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত!

জমকালো আয়োজনে আগামী ১৬ মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুনধারা প্রেজেন্টস ইটিভি 'বাইফা অ্যাওয়ার্ড ২০২৫' পাওয়ার্ড বাই কিডলন এর চতুর্থ আসর। তারই ধারাবাহিকতায় ১১ এপ্রিল শুক্রবার রাজধানীর আভিজাত্য পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হলো বাইফার অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেস কনফারেন্স।
প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন বাইফার আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, চতুর্থ আসরের বিচারক জুরি প্যানেলসহ শোবিজের একঝাঁক সুপরিচিত তারকা ও মডেল। এসময়ে বাইফা সম্পর্কে তারকাদের অনুভুতি জানতে চাইলে বলেন, প্রতিবছর বাইফার আয়োজন আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। বিশেষ করে দীর্ঘ চার বছর ধরে বাইফার এই আয়োজন বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনকে সম্মৃদ্ধ করেছে। আমরা চাই তারকা ও গুণীজনদের উৎসাহিত করতে বাইফার আয়োজন আরো বেশি সমৃদ্ধময় হোক।
আয়োজক শাহরিয়ার স্বপন বলেন, গত বছরের বাইফার আয়োজনে তারকা উপস্থিতি দেখে আমি অনুপ্রাণিত, তাই এবারের আয়োজন আরও বড় পরিসরে ভেবেছি। চতুর্থ আসরে মেগাস্টার শাকিব খানসহ শোবিজের প্রথম সারির সব তারকাদের উপস্থিত ও পারফরম্যান্স করার কথা চলমান রয়েছে।
গতবারের ন্যায় এবারও বিভিন্ন ক্যাটাগরিতে বাইফা অ্যাওয়ার্ড পেতে চলেছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য তারকারাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনেরা। প্রতি বছরের মত এবছরেও সামাজিক বা সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে। এসময়ে বাইফা টিম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দর্শকদের ভোটে তারকা জরিপের ভোটিং লাইন চালু করা হয়।
আবিদ রহমান / আবিদ রহমান

দুঃখপ্রকাশ করলেন পাক অভিনেতা ফাওয়াদ খান

যুক্তরাষ্ট্রে এক টুকরো বাংলাদেশ মাতাবেন মৌসুমী

বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান-এর মৌলিক কথা, সুর ও গায়কীতে আসছে নতুন মিউজিক ভিডিও 'কী মধুর মা, মা ডাকখানি'

সাত বছর বয়সে মৌলিক গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে রুপকথা!

‘পিকু’ আমার অন্তরের খুব কাছাকাছি থাকবে: দীপিকা

‘আমার লজ্জা নেই’, পোশাক বিতর্কে বললেন বিদ্যা বালান

ট্রেনে অভিনেত্রীকে অশ্লীল প্রস্তাব, জানালেন বীভৎস অভিজ্ঞতা

অনিক বিশ্বাসের ‘শিরোনাম’

মায়ের বেশি প্রশংসা পায়নি নৈঋতা, কিন্তু কাঁদছে দর্শক!

বিয়ে না করেও ৪৯ বছরে মা হচ্ছেন আমিশা!

বলিউডে আলোচিত কে এই রেজিনা ক্যাসান্দ্রা

সানি দেওলসহ ‘জাট’ সিনেমার ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
