বাইফা চতুর্থ আসরের অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত!
জমকালো আয়োজনে আগামী ১৬ মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুনধারা প্রেজেন্টস ইটিভি 'বাইফা অ্যাওয়ার্ড ২০২৫' পাওয়ার্ড বাই কিডলন এর চতুর্থ আসর। তারই ধারাবাহিকতায় ১১ এপ্রিল শুক্রবার রাজধানীর আভিজাত্য পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হলো বাইফার অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেস কনফারেন্স।
প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন বাইফার আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, চতুর্থ আসরের বিচারক জুরি প্যানেলসহ শোবিজের একঝাঁক সুপরিচিত তারকা ও মডেল। এসময়ে বাইফা সম্পর্কে তারকাদের অনুভুতি জানতে চাইলে বলেন, প্রতিবছর বাইফার আয়োজন আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। বিশেষ করে দীর্ঘ চার বছর ধরে বাইফার এই আয়োজন বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনকে সম্মৃদ্ধ করেছে। আমরা চাই তারকা ও গুণীজনদের উৎসাহিত করতে বাইফার আয়োজন আরো বেশি সমৃদ্ধময় হোক।
আয়োজক শাহরিয়ার স্বপন বলেন, গত বছরের বাইফার আয়োজনে তারকা উপস্থিতি দেখে আমি অনুপ্রাণিত, তাই এবারের আয়োজন আরও বড় পরিসরে ভেবেছি। চতুর্থ আসরে মেগাস্টার শাকিব খানসহ শোবিজের প্রথম সারির সব তারকাদের উপস্থিত ও পারফরম্যান্স করার কথা চলমান রয়েছে।
গতবারের ন্যায় এবারও বিভিন্ন ক্যাটাগরিতে বাইফা অ্যাওয়ার্ড পেতে চলেছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য তারকারাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনেরা। প্রতি বছরের মত এবছরেও সামাজিক বা সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে। এসময়ে বাইফা টিম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দর্শকদের ভোটে তারকা জরিপের ভোটিং লাইন চালু করা হয়।
আবিদ রহমান / আবিদ রহমান
টাকা ফেরতের চাপ, আদালতে যাওয়ার ইঙ্গিত তিশার
এই শূন্যতা পূরণ হওয়ার নয় : অমিতাভ
চোটকে পাত্তা না দিয়ে প্রযোজকের ক্ষতির কথাই ভাবলেন শ্রদ্ধা
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
রুক্মিণীর জন্য পাত্র চেয়ে পোস্টার, শহরজুড়ে কৌতূহল!
দেবের সঙ্গে রোম্যান্স হবে, ভাবতেও পারেননি জ্যোতির্ময়ী!
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি
মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’
আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়
শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’