ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

কলকাতায় মিথিলার নতুন মিশন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ১:৫

রাফিয়াত রশিদ মিথিলা। তিনি এখন কলকাতার বউ। এপার বাংলার এই অভিনেত্রী ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন ওপার বাংলাতে। মাসখানেক আগে ওপার বাংলায় নিজের প্রথম সিনেমা ‘মায়া’র শুটিং শেষ করেছেন। কিছুদিন আগে পাওয়া গেলো নতুন খবর। রিঙ্গো ব্যানার্জির ‘আ রিভার ইন হ্যাভেন’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিলা। সেই রেশ কাটতে না কাটতেই জানা গেল আরও একটি সু-সংবাদ। কলকাতার আরো দুই নতুন সিনেমাতে দেখা যাবে তাকে।

পরিচালক অরুণাভ খাসনবিশ এর অ্যান্থলজি সিনেমা ‘নীতিশাস্ত্র’তে অভিনয় করবেন মিথিলা। দীর্ঘদিন ধরে সহকারী পরিচালক হিসেবে কাজ করা অরুণাভের সিনেমাটি চার ছোট সিনেমার সমষ্টি। এতে মিথিলা ছাড়াও আছেন ইমন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিশাল মুখোপাধ্যায় প্রমুখ। এ সিনেমা দিয়েই গায়িকা ইমনের অভিষেক হচ্ছে অভিনয়ে।

নতুন এ সিনেমা প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে মিথিলা বলেন, ‘এপার বাংলার সকলের কাজের সঙ্গে এখনো ভালো করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভালো চিত্রনাট্য আর বলিষ্ঠ চরিত্র দেখে কাজ বেছে নিচ্ছি।’

সিনেমাতে চিকিৎসকের গল্পে দেখা যাবে মিথিলাকে। তাঁর অভিনীত ছোট সিনেমার নাম ‘ধী’। যেখানে আরো আছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। 

এদিকে কলকাতার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে নিয়ে জোড়া বায়োপিক তৈরি হচ্ছে। যার একটিতে অভিনয় করবেন মিথিলা। সেটির পরিচালক রাজর্ষি দে। যিনি মিথিলার প্রথম সিনেমা ‘মায়া’র পরিচালক। 

ওপার বাংলার গণমাধ্যম জানিয়েছে, মদনের বায়োপিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে মিথিলাকে। তবে সিনেমাতে মিথিলার অভিনয়ের খবর নিশ্চিত করলেও কোন চরিত্রে তাঁকে দেখা যাবে তা এখনও জানাননি পরিচালক।

এদিকে কলকাতার এতগুলো সিনেমাতে অভিনয় করা নিয়ে দারুণ খুশি মিথিলার স্বামী ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি ‘নীতিশাস্ত্র’ সিনেমাতে মিথিলার অভিনয়ের খবর শেয়ার করে সৃজিত সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘তাঁর (মিথিলা) অর্জন আমার চেয়েও বেশি। কাকতালীয়ভাবে তিনি আমার স্ত্রী।’

প্রীতি / প্রীতি

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী

ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!