ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মৌসুমী ইকবালের ‘বাউরা ছোঁড়া’


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২৭-৪-২০২৫ রাত ১০:৫

সংস্কৃতি পরিবারে বেড়ে ওঠার সুবাদে শৈশব থেকেই মৌসুমী ইকবালের গানের হাতেখড়ি। ছোটবেলা থেকেই গানের প্রতি তার অন্যরকম ঝোঁক রয়েছে। যে কারণে গানেই নিজেকে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছেন। এই গায়িকা এ পর্যন্ত একশো বিশের অধিক মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন।

নিয়মিত গান করছেন মৌসুমী ইকবাল। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নিয়ে এসেছেন ‘বাউরা ছোঁড়া’ শিরোনামের নতুন একটি ফোক গান। আনোয়ারুল আবেদীনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জিকো। সম্প্রতি আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

মৌসুমী ইকবাল বলেন, ‘ফোক গানের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা আছে। যে কারণে ফোক ধাঁচের গান একটু বেশিই করা হয়। গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি। সামনে নতুন কিছু গান আসবে। এখন সেগুলোর পরিকল্পনা হচ্ছে।

মৌলিক গানের পাশাপাশি এরই মধ্যে মৌসুমী গেয়েছেন নাটকেও। তবে এখনো তার সিনেমার গানে কণ্ঠ দেওয়া হয়নি। সিনেমায় প্লেব্যাক করতে চান এই গায়িকা।

এমএসএম / এমএসএম