ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

যে কারণে ‘বাইজু বাওরা’ ছেড়েছেন রণবীর-দীপিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ৩:১৪

গত এক বছর ধরে নানা কারণে একাধিকবার চর্চায় থেকেছে পরিচালক সঞ্জয় লীলা বানশালির আাগমী ছবি ‘বাইজু বাওরা’। এই প্রোজেক্ট নিয়ে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের পারদ চড়েছে। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, ছবিতে প্রধান তিনটি চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটকে। এর দীপিকা রণবীরের সাবেক প্রেমিকা, আলিয়া বর্তমান।

একে তো রণবীর, দীপিকা, আলিয়ার মতো তিন জন দক্ষ ও জনপ্রিয় বলিউড তারকা একই ছবিতে, তার ওপর বাস্তবে এই তিন জনের পরস্পরের সঙ্গে সম্পর্কের ইতিহাস স্বাভাবিকভাবেই দর্শকের উত্তেজনা বাড়িয়ে দেওয়ার উপাদান হিসেবে যথেষ্ট ছিল। তবে প্রায় ঠিক হয়েও শেষপর্যন্ত ‘বাইজু বাওরা’ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন সাবেক লাভ বার্ডস রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন।

বলিউড সূত্রে খবর, নির্মাতা বানশালির সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় রণবীর কাপুরের। যেটা অভিনেতার অভিষেক ছবি ‘সাওয়ারিয়া’র সময় দেখা গেছে। তাই ‘বাইজু বাওরা’র প্রস্তাব পাওয়ার পরও একপ্রকার ঠিক করেই রেখেছিলেন, এই ছবিতে নাম লেখাবেন না তিনি।

কানাঘুষায় শোনা যায়, রণবীর কাপুর নাকি চিত্রনাট্য পড়ে নিজের ঘনিষ্ঠ পরিবৃত্তে বানশালির এই ছবিকে ‘বিরক্তিকর’ বলেও দেগে দিয়েছিলেন। শেষপর্যন্ত ডেট সমস্যার কথা বলে ছবি থেকে সরে দাঁড়ান তিনি। কাপুর সরে দাঁড়াতেই তার জায়গায় বানশালি ইতোমধ্যে নিয়ে এসেছেন তার আরও এক প্রিয় রণবীরকে। তিনি দীপিকার স্বামী রণবীর সিং।

তবে এরপর সমস্যা শুরু হয় দীপিকাকে নিয়ে। বৰ্তমানে বলিউডের ‘কুইন’ দীপিকাই। ছবি প্রতি তার ১০-১৫ কোটি টাকা পারিশ্রমিক। তবে এই ছবিতে নাকি তিনি রণবীর সিংয়ের সমান দাবি করেছিলেন। স্বাভাবিকভাবেই তা শুনে চোখ কপালে উঠেছিল বানশালির। অগত্যা উপায় না দেখে দীপিকাকে বিদায় করা ছাড়া তার আর কোনো রাস্তা ছিল না।

যদিও এমন কিছুই হয়নি বলে দাবি দীপিকার এক ঘনিষ্ঠ সূত্রের। বানশালি ২০২২ সালের মার্চে ‘বাইজু বাওরা’র শুটিং শুরু করবেন। ওই সময় হৃত্বিক রোশনের ‘ফাইটার’ ছবির জন্য আগেই ডেট দিয়ে রেখেছেন দীপিকা। তাই তার পক্ষে কোনোভাবেই বানশালির ছবিতে কাজ করা সম্ভব নয়। বর্তমানে ছবিটির সঙ্গে যুক্ত আছেন রণবীর সিং ও আলিয়ার। এখন দীপিকার জায়গায় কে আসেন সেটাই দেখার।

প্রীতি / প্রীতি

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী

ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!