ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বলিউড থেকে হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছেন শাহরুখ খান!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ১২:৩৫

বলিউড থেকে হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছেন শাহরুখ খান। শনিবার এই আলোচনাতেই তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। আসলে এ সবের সূত্রপাত ডিজনি হটস্টারের নতুন প্রোমো থেকে। যেটি টুইটারে পোস্ট করেছেন শাহরুখ খান নিজে। ক্যাপশনে লিখেছেন তার ওম শান্তি ওম ছবির জনপ্রিয় ডায়লগ, ‘পিকচার আভি বাকি হ্যায়, মেরে দোস্ত।’

সেখান থেকেই শুরু গুঞ্জন। বাদশাহর অনুরাগীদের প্রশ্ন, হঠাৎই কেন এই প্রোমোতে দেখা দিলেন শাহরুখ খান? তাহলে কি তার কোনো সিনেমা রিলিজ করতে চলেছে ওটিটিতে। তবে না, ভক্তদের জন্য নাকিদের জন্য চমক আনতে চলেছেন কিং খান। বলিউড সূত্রে খবর, এবার ওয়েব সিরিজে অভিষেক করতে চলেছেন বলিউডের বাদশা।

মঞ্চ থেকে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন শাহরুখ খান। সেখান থেকে টেলিভিশন, তারপর বড় পর্দায়। ছোট পর্দার রিয়্যালিটি শো’সহ প্রায় সবধরনেই কাজেই দেখা গেছে তাকে। বাকি ছিল শুধু ওয়েব সিরিজ। এবার সেখানেও পা ফেলতে চলেছেন কিং খান। যদিও ওয়েব সিরিজের গল্প সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

হটস্টারের প্রোমোতে দেখা যাচ্ছে, শাহরুখের বাড়ির সামনে তার অগণিত ভক্তের ভিড়। সেই ভিড় দেখে শাহরুখ গর্বের সঙ্গে বলছেন, আর কারও বাড়ির সামনে দেখা যায় এই উন্মাদনা? তখন এক ব্যক্তি বলেন, এই পরিস্থিতি বদলে যাচ্ছে। কারণ শাহরুখ হারিয়ে যাচ্ছেন।

চিন্তিত শাহরুখের প্রশ্ন কীভাবে হারিয়ে যাচ্ছেন তিনি? তার উত্তরে ওই ব্যক্তি জানান, শাহরুখের প্রতিদ্বন্দ্বী সব নায়কের ছবিই মুক্তি পাচ্ছে হটস্টারে। কিন্তু এখনও অবধি তার কোনো ছবি নেই ওটিটি প্ল্যাটফর্মে। এই বিজ্ঞাপনের ভিডিও নিয়েই সোশ্যাল মিডিয়ায় মশকরা করেছেন তার দীর্ঘদিনের বন্ধু করণ জোহর।

করণ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘আমি কখনও ভাবতে পারিনি আমাকে এইদিন দেখতে হবে যে, বলিউডের বাদশাও দর্শকের মন থেকে হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছে। এবার আমার পক্ষে সব দেখা সম্ভব।’

প্রীতি / প্রীতি

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী

ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!