ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

অশ্লীল কনটেন্ট: টিকটকার লায়লা-মামুনকে লিগ্যাল নোটিশ, ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করবেন এম এইচ মুন্না


জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ১১:৪৯

সোশ্যাল মিডিয়ার আলোচিত জুটি টিকটকার লায়লা আখতার ফারহাদ ও আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে হাইকোর্টে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও সমাজ সচেতন তরুণ মোনায়েম হোসাইন মুন্না—যিনি ‘এম এইচ মুন্না’ নামে পরিচিত।

শনিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবদুর রাজ্জাক এর মাধ্যমে পাঠানো এই লিগ্যাল নোটিশে বলা হয়—অভিযুক্ত দুই কনটেন্ট ক্রিয়েটর ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়ায় এমন সব ভিডিও কনটেন্ট প্রকাশ করছেন, যা সামাজিক মূল্যবোধ, নৈতিকতা এবং তরুণ প্রজন্মের মানসিক বিকাশের পরিপন্থী।

নোটিশে আরও বলা হয়—লায়লা ও মামুন তাদের লাইভ ভিডিওতে বেডরুম, ওয়াশরুমের মতো ব্যক্তিগত জায়গা তুলে ধরেন, অশ্লীল ভাষায় কথা বলেন, গালিগালাজ করেন এবং প্রায়শই ‘ধর্ষণ মামলা’, ‘কাবিননামা’ কিংবা ‘মামলা’ সংক্রান্ত নাটকীয় কনটেন্ট বানিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেন। এসব দৃশ্য সরাসরি তরুণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।

এম এইচ মুন্না বলেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ লাইকের লোভে এমন কনটেন্ট বানাচ্ছেন যা দেখে আমি একজন সচেতন নাগরিক হিসেবে আতঙ্কিত। তারা নিজেদের ব্যক্তিজীবনের ঘৃণ্য দিকগুলো প্রকাশ করে যেন সমাজে একটি বিকৃত মানসিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। এটি শুধু অনৈতিক নয়—সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। তাই আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”

তিনি অভিযুক্তদের সাত কার্যদিবসের মধ্যে এসব কনটেন্ট সরিয়ে জনসম্মুখে ক্ষমা চাইতে বলেছেন। অন্যথায়, তিনি হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করবেন।

এডভোকেট আবদুর রাজ্জাক বলেন,“এই ধরনের কনটেন্ট সমাজে বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয় ডেকে আনছে। আমাদের উচিত এমন কনটেন্টের বিরুদ্ধে সোচ্চার হওয়া। এম এইচ মুন্নার মতো তরুণদের এই উদ্যোগ আইনি ও সামাজিকভাবে অত্যন্ত সময়োপযোগী।”

সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ও কনটেন্টের সীমারেখা নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। এম এইচ মুন্নার পদক্ষেপ হয়তো এই আলোচনাকে আরও গতি দেবে।

এমএসএম / এমএসএম

বিমানবন্দরে গয়নাসহ ব্যাগ হারিয়ে ভেঙে পড়েছেন উর্বশী

যুক্তরাষ্ট্রের রাস্তায় লাল ফ্রকে মোহময়ী দিঘী

‘বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন, তারাও পুরুষতন্ত্রের শিকার’

ক্যাটরিনার মা হওয়ার জল্পনা বাড়ল

Bongo-তে আসছে নতুন কমেডি-সাসপেন্স নাটক ‘Five Go Wild’

সুরের জাদুতে মোহিত এক সন্ধ্যা: ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

নেটিজেনদের নজর কেড়েছে কুসুম শিকদার

নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে : জয়া

বাবা-ছেলের আত্মোপলব্ধি ও নীরব ভালোবাসার এক আবেগময় গল্প

ড. খান আসাদুজ্জামানের দ্বিতীয় একক সংগীত সন্ধ্যায় মোহিত দর্শকশ্রোতা

আবারও ভাঙল রায়হান রাফী-তমা মির্জার প্রেম

‘এআই দিয়ে তৈরি ভিডিও বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে’

অবশেষে আসছে মাইলস্টোন ট্রাজেডিতে মুক্তি পেছালো সিনেমা