মা হারা অক্ষয়কে সমবেদনা জানিয়ে মোদির চিঠি
গত বুধবার প্রয়াত হয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। এদিন মাতৃশোকে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। মা-ই ছিলেন তার চালিকাশক্তি। সেদিন মাতৃহারা অক্ষয়কে শোক জ্ঞাপন করতে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিল্পা শেঠি, রীতেশ দেশমুখ, রোহিত শেঠিসহ এক ডজনের বেশি তারকা।
এবারিএকটু দেরিতে হলেও অক্ষয় কুমারকে শোকবার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সবচেয়ে ভালো লাগতো যদি এই চিঠিই আমাকে লিখতে না হতো। তোমার মায়ের মৃত্যুতে আমি শোকাহত। সেদিন সকালে যখন তোমার সঙ্গে কথা হয়, তখন তুমি শোকে মুহ্যমান ছিলে। এরপর তুমি যখন লেখো, মা তোমার অন্তরআত্মা ছিল, তখন আমি নিজেও ইমোশনাল হয়ে পড়ি।’
অক্ষয়ের প্রতি সমবেদনা জানিয়ে মোদি আরও লেখেন, ‘তোমার মা তোমার সমস্ত সাফল্য দেখে গেছেন। তিনি জেনে গেছেন যে, তার ছেলে ভারতের অন্যতম সেরা অভিনেতা।’
প্রধানমন্ত্রীর সেই চিঠি ইনস্টাগ্রামে পোস্ট করে অক্ষয় লিখেছেন, ‘মা চলে যাওয়ার পর যারা শোকবার্তা পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী যে তার ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমার উদ্দেশ্যে এই শোকবার্তা লিখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এটা সারাজীবন আমার সঙ্গে থাকবে।’
বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অক্ষয়ের মা। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই খবর শুনে লন্ডনে শুটিং ফেলে ওই দিনই দেশে চলে আসেন অক্ষয়।
কিন্তু হাসপাতাল থেকে মাকে আর জীবিত ফেরত নিতে পারেননি অক্ষয়। হীরানন্দানি হাসপাতালের আইসিইউতে দুইদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার না ফেরার দেশে চলে যান অভিনেতার মা অরুণা ভাটিয়া।
প্রীতি / প্রীতি
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’
অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!
‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’