ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

২৩ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে মোশারফ করিমের ‘মির্জা’


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২৩-৫-২০২৫ দুপুর ৩:১৪

৫০ বছর বয়সী মির্জা একজন অবিবাহিত প্রাইভেট ডিটেকটিভ। সাত বোনকে নিয়ে তার পরিবার। বোনদের বর্তমানে একটাই লক্ষ্য- ভাইয়ের জন্য যোগ্য পাত্রী খুঁজে বের করা। যদিও সংসার জীবন নিয়ে মির্জার আগ্রহ সামান্যই। স্বভাবে আনাড়ি, খেয়ালে হেয়ালি হলেও মির্জা অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী একজন ব্যক্তি। গোয়েন্দাগিরিতে তার পর্যবেক্ষণ ক্ষমতা ঈর্ষা করার মতো। তার একটি কেস নিয়েই আগামী ২৩ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে আসছে ওয়েব-ফিল্ম মির্জা। 


ফিল্মটির নাম ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম। হাস্যরস ও রহস্যের মিশেলে তৈরি এই ওয়েব ফিল্মটি ধরাবাঁধা গোয়েন্দা গল্পের ধারা ভেঙে দর্শকদের সামনে ভিন্ন কিছু নিয়ে আসছে। 
গল্পের শুরুতে আমরা দেখি লুনা নামের একজন সুন্দরী তরুণী তার নিখোঁজ যমজ বোনের হদিস পেতে মির্জার কাছে সাহায্য চাইতে আসে। আপাতদৃষ্টিতে সাদামাটা একটি কেস ধীরে ধীরে পরিণত হয় এক বিপদজনক গোলক ধাঁধায়। যেখানে রয়েছে এক ভয়ঙ্কর মাফিয়া, একজন সন্দেহপ্রবণ পুলিশ কর্মকর্তা আর কিছু ভয়ঙ্কর গোপন সত্য।
পরিচালক সুমন আনোয়ার তার রাতারগুল, কালাগুল এবং সদরঘাটের টাইগার-এর মতো কাজের জন্য সুপরিচিত। মির্জা-তেও তিনি নিজের মুন্সিয়ানা ধরে রেখেছেন। ফিল্মটিতে রহস্য, হিউমার এবং বাস্তব জীবনের এক অদ্ভুত রসায়ন তৈরি করেছেন, যা গোয়েন্দা ঘরানায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে। ফিল্মটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা, জুনায়েদ বোগদাদী, খালিদ হাসান রুমি, রাসেল, মামুন, অরণ্য, সৌমি, সামিরা, দোয়েল, বর্না, ঐশী এবং শিবলু।
মির্জা একটি জটিল গল্পের গোয়েন্দা আখ্যান। আপনি যখনই ভাববেন সব বুঝে গেছেন, ঠিক তখনই মির্জা এমন কিছু দেখাবে যা কখনও আপনার চিন্তায় ছিল না।
মির্জা দেখা যাবে ২৩ মে থেকে শুধুমাত্র বঙ্গ-তে। প্রস্তুত হন, কারণ এমন গোয়েন্দা আপনি আগে কখনও দেখেননি।

আবিদ রহমান / আবিদ রহমান

রোজার ইনস্টাগ্রামে কার ছবি দেখা যাচ্ছে

ভালোবাসা ও বেদনার গল্প নিয়ে প্রকাশ হলো ‘বকুলের প্রেমে

মডেলকে জোর করে বিয়ে করেন রাজার ছেলে

নতুন বছরের ধামাকা: বঙ্গ-তে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ৮

বাংলাদেশি ঐতিহ্যের বিশ্বস্বীকৃতি ছড়িয়ে দিতে নিউইয়র্কে পিয়াল হোসেনের ফ্যাশন ফেস্ট

টাইমসটুডে-তে ডিজিটাল মিডিয়া প্রধান হিসেবে যোগদান সিফাত তন্ময়ের

পিয়াল হোসেনের আয়োজনে নিউইয়র্কে দেশীয় ফ্যাশন

৩০ বছরের পুরোনো গান দিয়ে মারিয়া ক্যারির অনন্য রেকর্ড

‘আপনাদের ভালোবাসা চাই’

হুগো শাভেজ-চমস্কি আমার বাবার বন্ধু ছিলেন : মেঘনা আলম

অভিনয় ছাড়ার কারণ জানালেন প্রসূন আজাদ

রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী

নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে : হিনা খান